.:'ফেসবুক মানুষকে আরো সামাজিক করছে'
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.
BACK TO PAST
...এই পাতায় মোট ৩-টা Post রয়েছে,.
পরবর্তি Post-দেখার জন্য নিচে আসুন,.
যথ্রাক্রমে....
আজব সব খবরঃ এই পৃথিবীর আনাচে কানাচে প্রতি নিয়ত ঘটে যায় কতশত খবর।সেই সব খবরের মাঝে আমাদের চোখ আটকে যায় আজব সব খবরে, ভিন্ন কিছু খবরে ।
Welcome to the family of BLACK i''z,...
.:মানুষের ভালো বন্ধুর সংখ্যা কত?
সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলো মানুষকে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ফেলছে। ফেসবুকে আমাদের অনেকেরই বন্ধুর সংখ্যা হয়তো হাজারও ছাড়িয়ে গেছে। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, একজন মানুষের মস্তিষ্ক ১৫০ জনের বেশি বন্ধুর সঙ্গে ভালো ও ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে না।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিন ডানবার গবেষণাটি পরিচালনা করেছেন। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ডানবারের গবেষণায় পাওয়া গেছে, একজন মানুষ ১৫০ জনের বেশি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পারে না। |
মাতৃগর্ভেও ফেসবুক ব্যবহারকারী....!!!
পৃথিবীর আলো দেখার আগেই ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হয়েছে এলি ও ম্যাট দম্পতির অনাগত সন্তান মারিয়া’র। কিন্তু বেরসিক ফেসবুক কর্তৃপক্ষ এই অ্যাকাউন্টটি বাতিল করে দিয়েছে বলেই খবর পাওয়া গেছে। খবর সিএনএন-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, এলি ও ম্যাট দম্পতি তাদের অনাগত সন্তান মারিয়া’র পৃথিবীতে আসার সংবাদটি আগেভাগে সবাইকে জানানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন ফেসবুককে।
তাই, ফেসবুকে মারিয়া’র নামে একটি অ্যাকাউন্ট খুলে তাতে আগাম আপডেট করা শুরুও করেছিলেন মারিয়ার বাবা-মা।সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, জুনের শুরুতেই চালু হওয়া এই অ্যাকাউন্টে মারিয়ার বন্ধু হতে ৩৫০ এরও বেশি অনুরোধ এসেছিলো। বন্ধুবান্ধব ও প্রিয়জনেরা তার ফেসবুকের ওয়ালে নানা রকম মেসেজও দিচ্ছিলো। সে সব মেসেজে বলা হয়েছে, তাকে দেখার জন্য তার আত্মীয়-স্বজন আর অপেক্ষা করতে পারছে না। এমনকি অনাগত এই সন্তানের পক্ষ থেকে সেইসব মেসেজের উত্তরও আসছিলো! সেসব উত্তরে বলা হয়েছে, সে বিশ্বাসই করতে পারছে না সারা পৃথিবী তাকে জানছে। এ ছাড়াও ফেসবুকের ইন্টারেস্ট বক্সটিতে তার সম্পর্কে দেয়া হয়ছে তার পছন্দের বিষয়গুলোও।এদিকে, ফেসবুক কর্তৃপক্ষ মারিয়ারর ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি চাউর হতেই এতসব আয়োজন বাতিল করে দিয়েছে ।উল্লেখ্য, ১৩ বছরের কমবয়সীদের অ্যাকাউন্ট খোলা ফেসবুক সমর্থন করে না। |