.:জুকারবার্গ এনগেজড!
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.
BACK TO PAST
...এই পাতায় মোট ৩-টা Post রয়েছে,.
পরবর্তি Post-দেখার জন্য নিচে আসুন,.
যথ্রাক্রমে....
আজব সব খবরঃ এই পৃথিবীর আনাচে কানাচে প্রতি নিয়ত ঘটে যায় কতশত খবর।সেই সব খবরের মাঝে আমাদের চোখ আটকে যায় আজব সব খবরে, ভিন্ন কিছু খবরে ।
Welcome to the family of BLACK i''z,...
.: জীবন বাঁচাতে টুইটার...!!!
জাপানে মার্চের ভয়াবহ সুনামি ও ভূমিকম্পে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার পর রোগীদের কাছে পৌঁছতে টুইটারের সাহায্য নিয়েছিলেন চিকিৎসকরা। টুইটারের বার্তায় তারা রোগীদেরকে জানিয়ে দেয় জীবন বাঁচানোর জন্য চিকিৎসা পেতে তাদেরকে কোথায় যেতে হবে। শুক্রবার প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী 'ল্যানসেট'- এ প্রকাশিত এক চিঠিতে যুইচি তামুরা ও কেইচি ফুকুদা নামক দুজন চিকিৎসক জানিয়েছেন, যখন তারা বুঝতে পারলেন ভূমিকম্প বিধ্বস্ত পরিস্থিতিতে তারা টোলফোনে রোগীদের কাছে পৌঁছতে পারছেন না তখন ৬০ জন রোগীকে টুইট পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ করেন তারা।
রোগীরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া ঠেকাতে কোথায় ওষুধ খুঁজে পাবে টুইটারে সে নির্দেশনা দেন চিকিৎসকরা। পুরো জাপানে সব মিলিয়ে এ ধরনের রোগী প্রায় ১ হাজার জন। এ রোগ খুব বেশি লোকের মধ্যে দেখা যায়না। আর এ রোগের বিরল ওষুধ সরবরাহ করার মতো হাসপাতালও খুব বেশি নেই। টোকিওতে অবস্থিত কেইয়ো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন কার্ডিয়োলজি বিভাগ একথা জানায়।১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে জাপানে প্রায় ২৫ হাজার লোক নিহত বা নিখোঁজ হয়েছে।
|
বিশ্বে ফেসবুক ব্যবহারকারী প্রতি ১০ জনে একজন...!!!
সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক ৭০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। ফেসবুকের পরিসংখ্যান ব্লগ সোশ্যালবেকারস-এর মে মাসের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর মোট সংখ্যা ১৬ লাখ ১২ হাজার ১৪০ জন। খবর ওয়াশিংটন পোস্ট-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, তথ্য অনুসারে, ফেসবুকের সর্ব্বোচ্চ ব্যবহারকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশটিতে ফেসবুক ব্যবহারকারীর মোট সংখ্যা ১৪ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ২৬০ জন।
যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, তুরস্ক এবং ভারত।জানা গেছে, বাংলাদেশে মোট জনসংখ্যার ১.০২ ভাগ ফেসবুক ব্যবহারকারী। পাশাপাশি বাংলাদেশে ফেসবুকই এখন শীর্ষ মিডিয়া।জানা গেছে, দেশে ফেসবুক ব্যবহারকারীর ৭৬ শতাংশ পুরুষ আর ২৪ ভাগ নারী। এ ছাড়াও দেশে ১৩ থেকে ১৫ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারী ৩%, ১৬-১৭ বয়সী ৭%, ১৮ থেকে ২৪ বছর বয়সী ৫০% এবং ২৫থেকে ৩৪ বছর বয়সী ৩১%।মে মাসের পরিসংখ্যান অনুসারে ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল এবং ভারত।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুকে প্রতিমাসে ৬০০ কোটিরও বেশি ছবি আপলোড করা হয়। মেয়েদের প্রোফাইলেই সবচেয়ে বেশি ছবি আপলোড করা হয়।উল্লেখ্য, ফেসবুককে যদি একটি অঞ্চল হিসেবে ধরা হয় তবে এটি হবে জনসংখ্যার দিক চীন এবং ভারতের পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল। । |