.:জুকারবার্গ এনগেজড!

 

 
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.

 


BACK TO PAST
...এই পাতায় মোট ৩-টা Post রয়েছে,.
পরবর্তি Post-দেখার জন্য নিচে আসুন,.
যথ্রাক্রমে....

 

 
 PD*17087469
 
সোশ্যাল নেটওয়ার্কিং মুঘল মার্ক জুকারবার্গ বিষয়ে অনেক গোপন তথ্যই নাকি মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের জানা আছে! এমনকি জুকারবার্গ-এর ব্যক্তিগত সম্পর্ক কার সঙ্গে কোন পর্যায়ে সেটিও জানেন বিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুকারবার্গ বিষয়ে হাটে হাঁড়ি ভেঙ্গেছেন তিনি। গেটস জানিয়েছেন, জুকারবার্গ তার দীর্ঘদিনের বান্ধবী প্রিসিলা চ্যান-এর সঙ্গেই ‘এনগেজড’। খবর হাফিংটন পোস্ট-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, জনকল্যাণমূলক কাজে দান করার জন্য বিশ্বের সেরা ধনী হিসেবে গেটস বিখ্যাত। তার বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তিনি জনকল্যাণমূলক কাজে সম্পদ ব্যয় করেন।
 
 jukarberg
 
সম্প্রতি জানা গেছে, কম বয়সী বিলিওনেয়ার হিসেবে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও জনকল্যাণমূলক কাজে লাগতে চান।সাক্ষাৎকারে গেটস-এর সঙ্গে জুকারবার্গকে তুলনা করা হলে গেটস জবাবে বলেন, ‘জুক হয়তো প্রিসিলা চ্যান-এর সঙ্গে এনগেজড’।এ প্রসঙ্গে গেটস আরো জানিয়েছেন, ‘আমি তো বলিনি তোমার সব সম্পদ (দান করার জন্য) আমার হাতে তুলে দাও। সে আগেই পরিকল্পনা করেছে আর আমার কাছে এ বিষয়ে পরামর্শের জন্যই এসেছিলো। আমি যেখানে চল্লিশ বছর বয়সে জনকল্যাণমূলক কাজ শুরু করেছিলাম সে আরো আগেই তা পারছে। এক্ষেত্রে জুকারবার্গ অন্য কারো দ্বারাও প্রভাবিত হতে পারে।উল্লেখ্য, জুকারবার্গ এবং তার কলেজ বান্ধবী প্রিসিলা চ্যান ৭০ লাখ ডলারে কেনা একটি বাড়িতে থাকছেন। তারা বিস্ট নামের একটি কুকুর পোষেন। বিষ্টের আবার ফেসবুক পেজও খুলে দিয়েছেন জুকারবার্গ। কিন্তু প্রিসিলা চ্যান এবং জুকারবার্গের ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাসে লেলা রয়েছে ‘ইন অ্যা রিলেশনশিপ’। সেখানে ‘এনগেজড’ কথাটি নেই।তবে, বিল গেটস গোপন তথ্যটি জেনেই মন্তব্য করেছেন নাকি তিনি ভুল করে বলেছেন এটি এখনও নির্দিষ্ট করা সম্ভব হয়নি। এদিকে এ বিষয়ে জুকারবার্গও কোনো মন্তব্য করেননি।

 

 


 
আজব সব খবরঃ এই পৃথিবীর আনাচে কানাচে প্রতি নিয়ত ঘটে যায় কতশত খবর।সেই সব খবরের মাঝে আমাদের চোখ আটকে যায় আজব সব খবরে, ভিন্ন কিছু খবরে ।

 

Welcome to the family of BLACK i''z,...

.: জীবন বাঁচাতে টুইটার...!!!

 

 

 twitter-hashclouds

 

জাপানে মার্চের ভয়াবহ সুনামি ও ভূমিকম্পে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার পর রোগীদের কাছে পৌঁছতে টুইটারের সাহায্য নিয়েছিলেন চিকিৎসকরা। টুইটারের বার্তায় তারা রোগীদেরকে জানিয়ে দেয় জীবন বাঁচানোর জন্য চিকিৎসা পেতে তাদেরকে কোথায় যেতে হবে। শুক্রবার প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী 'ল্যানসেট'- এ প্রকাশিত এক চিঠিতে যুইচি তামুরা ও কেইচি ফুকুদা নামক দুজন চিকিৎসক জানিয়েছেন, যখন তারা বুঝতে পারলেন ভূমিকম্প বিধ্বস্ত পরিস্থিতিতে তারা টোলফোনে রোগীদের কাছে পৌঁছতে পারছেন না তখন ৬০ জন রোগীকে টুইট পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ করেন তারা।

 

 1267762327

 

গীরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া ঠেকাতে কোথায় ওষুধ খুঁজে পাবে টুইটারে সে নির্দেশনা দেন চিকিৎসকরা। পুরো জাপানে সব মিলিয়ে এ ধরনের রোগী প্রায় ১ হাজার জন। এ রোগ খুব বেশি লোকের মধ্যে দেখা যায়না। আর এ রোগের বিরল ওষুধ সরবরাহ করার মতো হাসপাতালও খুব বেশি নেই। টোকিওতে অবস্থিত কেইয়ো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন কার্ডিয়োলজি বিভাগ একথা জানায়।১১ মার্চের ভূমিকম্প ও সুনামিতে জাপানে প্রায় ২৫ হাজার লোক নিহত বা নিখোঁজ হয়েছে।

 

বিশ্বে ফেসবুক ব্যবহারকারী প্রতি ১০ জনে একজন...!!!


 

 logo_facebook1

 

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক ৭০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। ফেসবুকের পরিসংখ্যান ব্লগ সোশ্যালবেকারস-এর মে মাসের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর মোট সংখ্যা ১৬ লাখ ১২ হাজার ১৪০ জন। খবর ওয়াশিংটন পোস্ট-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, তথ্য অনুসারে, ফেসবুকের সর্ব্বোচ্চ ব্যবহারকারী দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশটিতে ফেসবুক ব্যবহারকারীর মোট সংখ্যা ১৪ কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ২৬০ জন।

 

 Unvarnished-Is-a-New-Social-Networking-Site

 

যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, তুরস্ক এবং ভারত।জানা গেছে, বাংলাদেশে মোট জনসংখ্যার ১.০২ ভাগ ফেসবুক ব্যবহারকারী। পাশাপাশি বাংলাদেশে ফেসবুকই এখন শীর্ষ মিডিয়া।জানা গেছে, দেশে ফেসবুক ব্যবহারকারীর ৭৬ শতাংশ পুরুষ আর ২৪ ভাগ নারী। এ ছাড়াও দেশে ১৩ থেকে ১৫ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারী ৩%, ১৬-১৭ বয়সী ৭%, ১৮ থেকে ২৪ বছর বয়সী ৫০% এবং ২৫থেকে ৩৪ বছর বয়সী ৩১%।মে মাসের পরিসংখ্যান অনুসারে ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির হার হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল এবং ভারত।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুকে প্রতিমাসে ৬০০ কোটিরও বেশি ছবি আপলোড করা হয়। মেয়েদের প্রোফাইলেই সবচেয়ে বেশি ছবি আপলোড করা হয়।উল্লেখ্য, ফেসবুককে যদি একটি অঞ্চল হিসেবে ধরা হয় তবে এটি হবে জনসংখ্যার দিক চীন এবং ভারতের পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত অঞ্চল।

 

 

 

1

 

 

এখানে সকল পৃস্টা দেখতে পাবেন,..

 

OOur Guest & Visitors of this page!!

 

size=35
BLACK i''z a way to da little friendshop

SSee where from your Friends

Various Album Of B-Eyez...,

VinnoKhobor.., @ FACEbook.,

BBlack i''z wants to see you again..,

BBLACK i''z, it is dream, it is real, BLACK i''z da real dream.,