কোনো কিছুই অসম্ভব নয়...!!!

 

 
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.

 



...BACK TO PAST
....এই পাতায় মোট ২-টি Post রয়েছে,.
পরবর্তি Post-দেখার জন্য নিচে আসুন,.

 

 
 
 Children-cerebral-palsy1
 
সেরিব্রাল পালসিতে (অপরিণত মস্তিকে আঘাতের ফলে পরবর্তীতে শারীরিক প্রতিবন্ধিতা) আক্রান্ত তিনি। শরীরের প্রায় সব অঙ্গ-প্রত্যঙ্গ অচল। জীবনে কোনো দিন স্কুলে যাননি। কম্পিউটারের সহযোগিতা ছাড়া অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। তার পরও অসাধ্য সাধন করেছেন। দিনের পর দিন ঠোঁট দিয়ে কম্পিউটারের কি-বোর্ড চেপে একটি প্রেমের উপন্যাস লিখেছেন তিনি। অনলাইনে সেই উপন্যাস পড়েছে বহু পাঠক। খুব শিগগির উপন্যাসটি বই আকারে প্রকাশ করা হবে।
উপন্যাসের রচয়িতা ১৮ বছরের এক তরুণী। নাম ওয়াং কিয়ানজিন। বাড়ি চীনের জিয়াংসু প্রদেশের ঝেনজিয়াং এলাকায়। কিয়ানজিন তাঁর উপন্যাসের নাম দিয়েছেন দি এক্সাইল্ড ফেইরি। এক ধনীর দুলালীর সঙ্গে অপরাধী চক্রের এক সদস্যের প্রেমকাহিনি তাঁর উপন্যাসের উপজীব্য। কিয়ানজিন জানান, প্রতিটি অধ্যায় লেখার পর অনলাইনে প্রকাশ করেছেন। ইতিমধ্যে তিন লাখ ৪০ হাজার পাঠক অনলাইনে এ উপন্যাস পড়েছে। উপন্যাসটি প্রকাশ করতে একজন প্রকাশক আগ্রহী হয়ে উঠেছেন। তিনি কিয়ানজিনকে উপন্যাস প্রকাশের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছেন।
 CP.47160630_std

 

নিজের চেষ্টায় চীনা বর্ণমালার সঙ্গে পরিচিত হয়েছেন কিয়ানজিন। শিখেছেন জাপানি ও কোরীয় ভাষাও। ভাষাশিক্ষার ব্যাপারে তিনি বলেন, ‘আমি প্রচুর টিভি নাটক দেখেছি। যেসব নাটকে সাব-টাইটেল থাকত, সেগুলো থেকে শব্দের উচ্চারণ শিখেছি। ভাষার গঠনশৈলী লক্ষ করেছি। তারপর নিরলস চেষ্টা। এভাবে ভাষা রপ্ত করেছি আমি। খাওয়া-দাওয়া ও ঘুম ছাড়া আমি কম্পিউটারে সবটুক সময় কাটাই।’
কিয়ানজিনের প্রতিভা তাঁর বাবা ওয়াং ইউনকি ঘুণাক্ষরেও টের পাননি। তিনি বলেন, ‘আমার মেয়ে সারাক্ষণ ঘরে কাটিয়েছে। কোনো দিন স্কুলে যায়নি। সে কিনা লিখতে শিখেছে। এমনকি উপন্যাস লিখতে পারে সে, সত্যিই অবিশ্বাস্য।’ অরেঞ্জ অনলাইন।
 

 
আজব সব খবরঃ এই পৃথিবীর আনাচে কানাচে প্রতি নিয়ত ঘটে যায় কতশত খবর।সেই সব খবরের মাঝে আমাদের চোখ আটকে যায় আজব সব খবরে, ভিন্ন কিছু খবরে ।

 

Welcome to the family of BLACK i''z,...

.:২৩ তলা থেকে পড়েও বেঁচে গেলেন এক নারী...!!!!

 

 

 Suicide_Jump_by_TRMKProphet


হোটেলের ২৩ তলা থেকে লাফিয়ে পড়েও বেঁচে গেলেন এক আর্জেন্টাইন নারী। সোমবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের শহরতলীতে এই ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আত্মহত্যার চেষ্টাকারী ওই নারীর বয়স ৩৩ বছর। তিনি এখন বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন। ২৩ তলা থেকে লাফিয়ে পড়ে তিনি একটি টাক্সি ক্যাবের ছাদে এসে পড়েন।

 181717_1507335058231_1679952451_1038002_7237850_n

র পতনের আগ মুহূর্তে ট্যাক্সি ড্রাইভার গাড়ি ছেড়ে এক পাশে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করেন।ওই নারী বুয়েনস এইরেসের প্যানামিরিকানো হোটেলের ২৩ তলা থেকে লাফিয়ে পড়েন। এ সময় একজন পুলিশ ওই নারীকে পড়তে দেখেন।হোটেলের নিচে পার্ক করা গাড়ি থেকে ড্রাইভার মিগুয়েল কাজাল পুলিশকে উপর দিকে তাকিয়ে থাকতে দেখে সেদিকে তাকালে পড়ন্ত নারীকে দেখতে পান। তিনি জানান, দৌড়ে গাড়ি থেকে বের হয়ে আসতে না পারলে গাড়ির ভেতর চাপা পড়ে মারা যেতে পারতেন তিনি । একথা বলার সময় ওই নারীর পতনের কারণে ভেঙ্গে যাওয়া ছাদ ও ভাঙা উইন্ডস্ক্রিন নিয়ে মিগুয়েলের পাশেই গাড়িটি দাঁড়িয়ে ছিল বলে জানায় রয়টার্স।

 

 

 

 

 

এখানে সকল পৃস্টা দেখতে পাবেন,..

 

OOur Guest & Visitors of this page!!

 

size=35
BLACK i''z a way to da little friendshop

SSee where from your Friends

Various Album Of B-Eyez...,

VinnoKhobor.., @ FACEbook.,

BBlack i''z wants to see you again..,

BBLACK i''z, it is dream, it is real, BLACK i''z da real dream.,