.:সবচেয়ে সুন্দর দাড়ি !!!
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.
BACK TO PAST
......এই পাতায় মোট ৩-টা Post রয়েছে,.
পরবর্তি Post-দেখার জন্য নিচে আসুন,.
যথ্রাক্রমে....,
1>সবচেয়ে সুন্দর দাড়ি !!,
2>প্রেসিডেন্টের শৌচাগার ব্যবহার করায়...!!,
3>পুরুষের পেটে শিশু সন্তান! ,
আজব সব খবরঃ এই পৃথিবীর আনাচে কানাচে প্রতি নিয়ত ঘটে যায় কতশত খবর।সেই সব খবরের মাঝে আমাদের চোখ আটকে যায় আজব সব খবরে, ভিন্ন কিছু খবরে ।
Welcome to the family of BLACK i''z,...
.:প্রেসিডেন্টের শৌচাগার ব্যবহার করায়...!!!
তখন তাঁর খুব বেগ পেয়েছিল। দৌড়ে ঢুকে পড়লেন এক শৌচাগারে। তবে তা যে-সে শৌচাগার নয়, দেশের প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত শৌচাগার। এর জেরও কম টানতে হচ্ছে না তাঁকে। গ্রেপ্তার হয়ে তিনি এখন কারাগারে। এরই মধ্যে পার হয়েছে তিন সপ্তাহ। |
পুরুষের পেটে শিশু সন্তান!
অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বগুড়ায়। সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য হলেও চিকিত্সকদের ভাষায় তা বিশ্বাসযোগ্য। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকরা এমন অবিশ্বাস্য ঘটনার কথা প্রকাশ করেছেন। তাদের ভাষায়, বাংলাদেশে এই প্রথম পুরুষ মানুষের পেটে মানব সন্তানের অস্তিত্ব পাওয়া গেছে। বিরল এই ঘটনার সন্ধান পাওয়া গেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিত্সকদের দাবি, এ ধরনের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম। |