.:সবচেয়ে সুন্দর দাড়ি !!!

 

 
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.

 


BACK TO PAST

......এই পাতায় মোট ৩-টা Post রয়েছে,.
পরবর্তি Post-দেখার জন্য নিচে আসুন,.
যথ্রাক্রমে....,
1>সবচেয়ে সুন্দর দাড়ি !!,
2>প্রেসিডেন্টের শৌচাগার ব্যবহার করায়...!!,
3>পুরুষের পেটে শিশু সন্তান! ,

 

 dari
 
 
বিশ্বের সবচেয়ে সুন্দর দাড়ির খেতাব জিতেছেন জার্মানির এলমার ওয়েইসার (৪৭)। নরওয়েতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড বিয়্যারড অ্যান্ড ম্যাসটাশ চ্যাম্পিয়নশিপ’-এ বিভিন্ন দেশের ১৬০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এ পুরস্কার জেতার সম্মান অর্জন করেন তিনি। পেশায় নরসুন্দর ওয়েইসার সুন্দর দাড়ি প্রতিযোগিতায় এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন। তিনি ২০০৫ সালে বার্লিনের ‘ব্র্যান্ডেনবার্গ গেট’ এর আদলে দাড়ি রেখে প্রথম হয়েছিলেন। ২০০৭ সালে ওয়েইসার লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে দাড়ি রেখেছিলেন। সেবারও তার ঝুলিতে জমা পড়েছিল প্রথম পুরস্কারটি। অনলাইন বিবিসি মজার এ তথ্যটি দিয়েছে। ওদিকে এলমার ওয়েইসার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, যখন আমি আমার দাড়িকে সাধারণ অবস্থায় রাখি, তা আমার কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শুরু হওয়া ওয়ার্ল্ড বিয়্যারড অ্যান্ড ম্যাসটাশ চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতাটি মোট ১৪টি ক্যাটিগরিতে প্রতি দু’বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়ে থাকে।

 
আজব সব খবরঃ এই পৃথিবীর আনাচে কানাচে প্রতি নিয়ত ঘটে যায় কতশত খবর।সেই সব খবরের মাঝে আমাদের চোখ আটকে যায় আজব সব খবরে, ভিন্ন কিছু খবরে ।

 

Welcome to the family of BLACK i''z,...

.:প্রেসিডেন্টের শৌচাগার ব্যবহার করায়...!!!

 


 BAE  LUTON WASHROOM

তখন তাঁর খুব বেগ পেয়েছিল। দৌড়ে ঢুকে পড়লেন এক শৌচাগারে। তবে তা যে-সে শৌচাগার নয়, দেশের প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত শৌচাগার। এর জেরও কম টানতে হচ্ছে না তাঁকে। গ্রেপ্তার হয়ে তিনি এখন কারাগারে। এরই মধ্যে পার হয়েছে তিন সপ্তাহ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিটি হলেন জিম্বাবুয়ের বুলাওয়ে শহরের পুলিশ সার্জেন্ট অ্যালয়েস মাবহুনু। ৭ মে ওই শহরে একটি বাণিজ্য মেলায় প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জন্য সংরক্ষিত শৌচাগার ব্যবহার করেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সার্জেন্ট মাবহুনু মার্ডার স্কোয়াডের একজন গোয়েন্দা কর্মকর্তা। ৭ মে বুলাওয়ের বাণিজ্য মেলায় দায়িত্ব পালনের সময় তাঁর এতই বেগ পেয়েছিল যে, এক দৌড়ে গিয়ে সামনে যে শৌচাগার পেয়েছিলেন, সেটাতেই ঢুকে পড়েন। সেখানে কর্তব্য পালনরত পুলিশ সদস্যরা মাবহুনুকে বাধা দিয়েও ঠেকাতে পারেননি। তিনি তাঁদের ধাক্কা মেরে সরিয়ে দ্রুত ছোট্ট ঘরটিতে ঢুকে দরজা বন্ধ করে দেন। কাজ সেরে সার্জেন্ট ফিরে যান তাঁর দায়িত্বে। কিন্তু প্রহরারত পুলিশ সদস্যরা বিষয়টি গোয়েন্দা বিভাগকে জানান। পরদিন গ্রেপ্তার করা হয় মাবহুনুকে। সেই থেকে তিনি একটি পুলিশ ডিটেনশন ব্যারাকে বন্দী। গত শুক্রবার শৃঙ্খলা ভঙ্গবিষয়ক পুলিশের বিশেষ আদালতে মাবহুনুর মামলার শুনানি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
এ ব্যাপারে পুলিশের মুখপাত্র ম্যান্ডলেনকোসি ময়ো বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়।’ ডেইলি মেইল।ভ

পুরুষের পেটে শিশু সন্তান!


 

 

 30ebcc9e4d3a363342dd99d7d5c4b011

 

 

অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বগুড়ায়। সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য হলেও চিকিত্সকদের ভাষায় তা বিশ্বাসযোগ্য। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকরা এমন অবিশ্বাস্য ঘটনার কথা প্রকাশ করেছেন। তাদের ভাষায়, বাংলাদেশে এই প্রথম পুরুষ মানুষের পেটে মানব সন্তানের অস্তিত্ব পাওয়া গেছে। বিরল এই ঘটনার সন্ধান পাওয়া গেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিত্সকদের দাবি, এ ধরনের ঘটনা বাংলাদেশে এটাই প্রথম।
পেটে মানব সন্তান নিয়ে আবদুল মালেক (৪০) নামের এই ব্যক্তি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মেডিসিন (পুরুষ) ওয়ার্ডে চিকিত্সাধীন। আবদুল মালেক বগুড়ার শিবগঞ্জের ময়দানহাটার দাড়িদহ গ্রামের চান মিয়ার ছেলে। ঘটনাটি প্রকাশের পর শজিমেক হাসপাতালে আবদুল মালেককে দেখতে উত্সুক জনতার ভিড় বাড়ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পেটে ব্যথা নিয়ে গত ২৮ এপ্রিল আবদুল মালেক শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পেট উঁচু দেখে চিকিত্সকদের ধারণা তার পেটে টিউমার হয়েছে। এরপর আলট্রাসনোগ্রাম করে চিকিত্সক দেখতে পান আবদুল মালেকের পাকস্থলীর পেছনে পিঠের সঙ্গে একটি বড় আকারের মাংসপিণ্ড। কিন্তু পাকস্থলীর পেছনে এবং পিঠের সঙ্গে মাংসপিণ্ডের অবস্থান দেখে চিকিত্সকদের সন্দেহ হয়। গত ২ মে আবদুল মালেকের পেটে সিটিস্ক্যান করে নিশ্চিত হন টিউমারটি একটি অপরিপূর্ণ মানব সন্তান। সিটিস্ক্যানে মানব শিশুর মেরুদণ্ড ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গের কিছু অংশ দেখতে পান চিকিত্সকরা।
গতকাল দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাসুদুর রহমান সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। তিনি বলেন, পুরুষের পেটে মানব সন্তানের অস্তিত্ব বাংলাদেশে এটাই প্রথম। চিকিত্সা বিজ্ঞানে পৃথিবীতে এ ধরনের ৯০টি ঘটনার রেকর্ড আছে। ১৯৯৯ সালে ভারতের নাগপুরে ৩৬ বছর বয়স্ক সঞ্জু ভগতের পেটে মানব সন্তানের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। পরে অপারেশন করে অপরিপূর্ণ মানব সন্তানটি অপসারণ করা হয়। সেই সঞ্জু ভগতের সঙ্গে বগুড়ার আবদুল মালেকের পেটের সন্তানের মিল পাওয়া যায়।
ডা. মাসুদুর রহমান আরও জানান, আবদুল মালেক তার মায়ের গর্ভে থাকা অবস্থাতেই একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের সঙ্গে মিশে যায়। সাধারণত গর্ভধারণের ৪ মাসের মধ্যে একটি ভ্রূণ আরেকটি ভ্রূণের মধ্যে প্রবেশ করে থাকে। জমজ সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে ২টি ভ্রূণের সৃষ্টি হয়। এরপর আবদুল মালেক জন্মগ্রহণ করার পর ওই ভ্রূণটি তার পেটেই বাড়তে থাকে। আবদুল মালেকের রক্ত এবং খাদ্যনালীর সঙ্গে অপর ভ্রূণটি যুক্ত থাকায় ছোট থেকেই আবদুল মালেক অপুষ্টিতে ভুগতে থাকেন এবং বুদ্ধিপ্রতিবন্ধী হয়ে বড় হয়ে ওঠেন। তবে আবদুল মালেকের পেটে থাকা মানব সন্তানটি অপরিপূর্ণ একটি শিশু বলে চিকিত্সকরা জানান।
আবদুল মালেকের পারিবারিক সূত্র জানায়, ছোট থেকেই বুদ্ধি কম হওয়ায় সে কোনো কাজকর্ম করত না, এমনকি বিয়ে পর্যন্ত করেনি। ৪ ভাই ও ১ বোনের মধ্যে আবদুল মালেক বড়। তিনি জানান, বেশ কয়েক বছর হলো তার পেট বাড়তে থাকলেও তেমন কোনো সমস্যা না হওয়ায় এবং সাংসারিক অভাব-অনটনের কারণে তেমন কোনো চিকিত্সা করাতে পারেননি। তবে মাসখানেক আগে থেকে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছিল। এক পর্যায়ে খাওয়া-দাওয়া বন্ধের উপক্রম হলে হাসপাতালে ভর্তি হন।
ডা. মাসুদুর রহমান জানান, অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে অপরিপূর্ণ মানব শিশুটি অপসারণ করতে বিপুল অর্থের প্রয়োজন। সরকারি হাসপাতালে সব সুযোগ-সুবিধা না থাকায় আবদুল মালেকের অপারেশন নিয়ে এখনও কোনো চিন্তা-ভাবনা করা হয়নি। এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর আবদুল মালেককে দেখার জন্য সবার মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়.

 

 

 

1

 

 

 

এখানে সকল পৃস্টা দেখতে পাবেন,..

 

OOur Guest & Visitors of this page!!

 

size=35
BLACK i''z a way to da little friendshop

SSee where from your Friends

Various Album Of B-Eyez...,

VinnoKhobor.., @ FACEbook.,

BBlack i''z wants to see you again..,

BBLACK i''z, it is dream, it is real, BLACK i''z da real dream.,