.: টানা ৩ দিন উড়বে প্লেন!!!
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.
.BACK TO PAST.
..এই পাতায় মোট ৩-টা Post রয়েছে,.
পরবর্তি Post-দেখার জন্য নিচে আসুন,.
....
কাইক্যাট' সিরিজের 'হাইব্রিড এয়ার ভেহিকল' নামের একটি এয়ার শিপ কোনোরকম বিসরতি ছাড়াই তিনদিন আকাশে উড়তে পারবে এবং ল্যান্ডিং করার সময় কোনো রানওয়ের প্রায়োজন পড়বে না। এটি যে কোনো সমতলেই নেমে পড়তে পারবেবিমানটি ১০ হাজার ফুট উপর দিয়ে ১২০ নটিক্যাল মাইল বেগে উড়বে এবং ২০ থেকে ১০০০ টন যাত্রী ও মালামাল পরিবহন করতে পারবে। একটানা তিন দিন উড়লেও, উদ্ভাবক ও প্রস্তুতকারক কোম্পানী বলছে, একটানা না উড়লে একবার তেল নিয়ে এটি ৫ দিন উড়তে পারবে। বিমানচির আকৃতি একটি চওড়া জেপলিনের মত।বিমানটি ১০ হাজার ফুট উপর দিয়ে ১২০ নটিক্যাল মাইল বেগে উড়বে এবং ২০ থেকে ১০০০ টন যাত্রী ও মালামাল পরিবহন করতে পারবে। একটানা তিন দিন উড়লেও, উদ্ভাবক ও প্রস্তুতকারক কোম্পানী বলছে, একটানা না উড়লে একবার তেল নিয়ে এটি ৫ দিন উড়তে পারবে। বিমানচির আকৃতি একটি চওড়া জেপলিনের মত।হাইব্রিড এয়ার ভেইকল-এ ‘লাইটার-দ্যান এয়ার’ (এলটিএ) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই আকাশযানটি পরিবেশবান্ধব এবং এর জ্বালানী খরচ শতকরা ৭০ ভাগ কম। জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী ত্রাণকাজসহ বিভিন্ন জরুরী কাজে ব্যবহার করা যাবে এই প্লেন।যুক্তরাজ্যের ব্রাডফোর্ডশায়ারের ক্রানফিল্ডের একটি গবেষণা কোম্পানী এই বিমান তৈরী করেছে। |
Welcome to the family of BLACK i''z,...
.: বাজাজের ৯ লাখ টাকার মোটরসাইকেল!!!
ভারতের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ আজ বুধবার থেকে বাজারে ছাড়তে যাচ্ছে নতুন মডেলের আকর্ষণীয় ও দামি একটি মোটরসাইকেল। মডেলের নাম কাওয়াসাকি নিনজা ৬৫০আর। যার আনুমানিক দাম হতে পারে সাড়ে পাঁচ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় নয় লাখ টাকার কিছু বেশি। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে। একটু বড় আকৃতির নিনজা মোটরসাইকেলটি শুধু আরামদায়কই নয়, বেশ পথবান্ধবও। রয়েছে আকর্ষণীয় ও আরামদায়ক সিট। এখন অপেক্ষার পালা আজ কখন এটি বাজারে ছাড়া হয়। কাওয়াসাকি নিনজা ৬৫০আর মোটরসাইকেলটির শুভ উদ্বোধন করবেন রাজীব বাজাজ। তিনিই এ বিষয়ে বিস্তারিত জানাবেন। |
তৈরি হলো কিসিং মেশিন!!!
সম্প্রতি জাপানের গবেষকরা ইন্টারনেটভিত্তিক একটি ‘কিসিং মেশিন’ বা ‘চুমু যন্ত্র’ উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, নতুন এই যন্ত্রটির মাধ্যমে ইন্টারনেট-এর সাহায্যে চুমুর অনুভূতি সঞ্চারিত করা যাবে। আর ইন্টারনেটভিত্তিক সম্পর্ক তৈরিতে এই মেশিনটি অনুভূতি জাগিয়ে দেবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কিসিং ডিভাইসটি তৈরি করেছেন জাপানের ইউনিভার্সিটি অফ ইলেকট্রোকমিউনিকেশনস-এর কাজিমোটো ল্যাবরেটরির প্রকৌশলীরা।
আরজানা গেছে, এই ডিভাইসটিতে রয়েছে একটি মুখের ভেতর ব্যবহার করা যায় এমন হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারটি মুখের ভেতর দিলে যন্ত্রটিতে থাকা সফটওয়্যার চুমু দেবার ভঙ্গিমাটি রেকর্ড করবে এবং ইন্টারনেটের মাধ্যমে তা প্রেরণ করবে প্রিয়জনকে। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, গবেষকরা চুমু যন্ত্রটি ছাড়াও শ্বাস এবং অনুভূতি প্রেরণের অন্যান্য যন্ত্র উদ্ভাবন করার জন্য কাজ করছেন।গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, উদ্ভাবিত কিসিং মেশিনটি বিনোদনের অনুসঙ্গ হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা পাবে বলেই আশা করছেন গবেষকরা। |