.:উইকিলিকস বন্ধ করার প্রযুক্তি যুক্তরাষ্ট্রের নেই: অ্যাসাঞ্জ
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.
BACK TO PAST
গোপন তথ্য ফাঁসের প্রতিষ্ঠান উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, উইকিলিকস বন্ধ করে দেওয়ার প্রযুক্তি যুক্তরাষ্ট্রের হাতে নেই। তিনি নিজেকে মুক্ত সাংবাদিকতার সংগঠক বলে দাবী করেন।অ্যাসাঞ্জ বলেন, উইকিলিকস বন্ধ করে দেওয়ার যেকোনো উদ্যোগ ব্যর্থ হবে। প্রযুক্তির বিন্যাসের মাধ্যমে কমপক্ষে এক লাখ লোকের কাছে গোপন সব তথ্যসংরক্ষিত রয়েছে। উইকিলিকসের বেশ.....
- - - - - - -
যুক্তরাজ্যে অবস্থানরত জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন সাংবাদিক স্টিভ ক্রফটকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। সিবিএস নিউজের বিখ্যাত সিক্সটি মিনিটস অনুষ্ঠানে গত রোববার সাক্ষাৎকারটি প্রচার করা হয়।কিছু কর্মকর্তাকে যদি কারাগারে দেওয়া হয় কিংবা হত্যা করা হয়, তারপরও গোপন সব তথ্য প্রকাশ অব্যাহত থাকবে।
সাক্ষাৎকারে জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, আমাদের অভিযান কোনো বিশেষ দেশ বা সংগঠনের বিরুদ্ধে নয়। তথ্য প্রকাশের প্রতিশ্রুতি থেকেই আমরা সত্য প্রকাশ করছি। উইকিলিকসের তথ্য প্রকাশ কোনো আইনের লঙ্ঘন নয়, আইনের মধ্যে থেকেই সবকিছু প্রকাশ করা হচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে তথ্য প্রকাশের এ স্বাধীনতা নিশ্চিত করা আছে। তথ্য প্রকাশের জন্য গত ৫০ বছরে কোথাও কোনো প্রকাশকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে আনা হয় নি।
জুলিয়ান অ্যাসাঞ্জ তার সাক্ষাৎকারে বলেন, তাদের কর্মকাণ্ড অন্য সব প্রকাশককে তথ্য প্রকাশে উৎসাহিত করবে।
তিনি বলেন, প্রকাশক তথ্য প্রকাশে অবশ্যই স্বাধীন হবেন। সাক্ষাৎকারে জুলিয়ান অ্যাসাঞ্জ তার দূরন্ত শৈশবের কথা বলেছেন। বিভিন্ন নগর প্রান্তরের ৩৭টি স্কুলে তিনি শিক্ষার্থী ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি কম্পিউটার প্রযুক্তি হাতে পেয়ে যান। কম্পিউটার প্রযুক্তির জটিল বিষয়টি সহজেই আয়ত্ত করার প্রতিভা তিনি নিজের মধ্যে আবিষ্কার করেন। মাত্র ২০ বছর বয়সে কম্পিউটার হ্যাকিংয়ের জন্য অস্ট্রেলিয়ার পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। এখন আর তাকে হ্যাকিং করতে হয় না। ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও বিষয়গুলো কীভাবে সংঘটিত হয়, তা জুলিয়ান অ্যাসাঞ্জের জানা আছে বলে নিজেই সাক্ষাৎকারে উল্লেখ করেন।
জুলিয়ান অ্যাসাঞ্জ তার সাক্ষাৎকারে বলেন, তাদের কর্মকাণ্ড অন্য সব প্রকাশককে তথ্য প্রকাশে উৎসাহিত করবে।
তিনি বলেন, প্রকাশক তথ্য প্রকাশে অবশ্যই স্বাধীন হবেন। সাক্ষাৎকারে জুলিয়ান অ্যাসাঞ্জ তার দূরন্ত শৈশবের কথা বলেছেন। বিভিন্ন নগর প্রান্তরের ৩৭টি স্কুলে তিনি শিক্ষার্থী ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে তিনি কম্পিউটার প্রযুক্তি হাতে পেয়ে যান।
কম্পিউটার প্রযুক্তির জটিল বিষয়টি সহজেই আয়ত্ত করার প্রতিভা তিনি নিজের মধ্যে আবিষ্কার করেন। মাত্র ২০ বছর বয়সে কম্পিউটার হ্যাকিংয়ের জন্য অস্ট্রেলিয়ার পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। এখন আর তাকে হ্যাকিং করতে হয় না। ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও বিষয়গুলো কীভাবে সংঘটিত হয়, তা জুলিয়ান অ্যাসাঞ্জের জানা আছে বলে নিজেই সাক্ষাৎকারে উল্লেখএছাড়া, হৈচৈ ফেলে দেওয়া সাইট উইকিলিকস আফগানিস্তান ও ইরাক যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক গোপন নথি প্রকাশের পর এবার মার্কিন ব্যাংকের গোপন নথি প্রকাশের ঘোষণা দিয়েছে।
এক সাক্ষাৎকারে গতকাল প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এ ঘোষণা দেন। এ ছাড়া নেপালকে নিয়ে মার্কিন পরিকল্পনা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিস্তার নিয়ে চীনের বিরোধিতার বিষয়টি প্রকাশ করেছে উইকিলিকস। ওয়েবসাইটটির কাজকারবারে ক্ষুব্ধ হয়ে কোন প্রক্রিয়ায় মামলা করা যায় এ নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। এদিকে উইকিলিকসের ওয়েবসাইটে মার্কিন গোপন নথি ফাঁস হওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পদত্যাগের দাবি উঠেছে। খবর এএফপি, বিবিসি ও টাইমস অব ইন্ডিয়র
ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জুলিয়ান অ্যাসাঞ্জ বলেন, আগামী বছরের শুরুতে উইকিলিকসের গুরুত্বপূর্ণ একটি মার্কিন ব্যাংকের অভ্যন্তরীণ লক্ষাধিক গোপন নথি ফাঁস করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি কোন ব্যাংককে ঘিরে, তা জানাতে তিনি অস্বীকৃতি জানান
উইকিলিকসের ওয়েবসাইটে মার্কিন গোপন নথি ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পদত্যাগ দাবি করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। এক বক্তৃতায় গতকাল শ্যাভেজ বলেন, 'উইকিলিকস ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পুরো কাঠামো ভেঙে পড়েছে। তাই হিলারিকে অবশ্যই পদত্যাগ করা উচিত। আর পদত্যাগ করাই তার একমাত্র পথ।' শ্যাভেজ এ ঘটনায় উইকিলিকসের সাহসী ভূমিকার প্রশংসা করেন
এদিকে মার্কিন গোপন তথ্য ফাঁসের ঘটনায় ভীষণ চটেছেন হিলারি ক্লিনটন। তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ গোপন নথি ফাঁস শুধু মার্কিন পররাষ্ট্রনীতির ওপরই নয়, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরও হামলা। উইকিলিকসের মার্কিন গোপন দলিল ফাঁস করার বিষয়ে আইনি ব্যবস্থা কীভাবে গ্রহণ করা যায়, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এদিকে গোপন কূটনৈতিক বার্তা যারা ফাঁস করেছে তাদের ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে মার্কিন প্রশাসন। ভবিষ্যতে যাতে এ ধরনের তথ্য চুরি না হয় সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গুরুত্ব আরোপ করেন
অন্যদিকে উইকিলিকসের গোপন নথি প্রকাশ অব্যাহত রয়েছে। নতুন করে গতকাল প্রকাশিত নথিতে দেখা যায়, ১৯৯৬ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কাঠমান্ডুর মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনের সদর দফতরে বার্তা পাঠানো হয়েছে। নথিগুলো মূলত মাওবাদী বিদ্রোহ, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা জ্ঞানেন্দ্রর ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা এবং দেশজুড়ে আন্দোলনের মুখে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্পর্কিত।
এ ছাড়া তিব্বত ও ভুটানের উদ্বাস্তু এবং প্রতিবেশী ভারতের সঙ্গে নেপালের সম্পর্কের বিষয়েও বেশ কিছু তথ্য ফাঁস হয়েছেউইকিলিকসের ফাঁস করা তথ্যে আরও উঠে এসেছে চীন ও দুই কোরিয়ার বিষয়। চীন চায় সিউলের নিয়ন্ত্রণে দুই কোরিয়া একত্রীকরণ হোক। গোপন দলিলের তথ্যে দেখা যায়, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী হে ইয়াফি দক্ষিণ কোরিয়ার সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী চুন ইয়ং ও-কে রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়া চীনের কাছে একেবারেই মূল্যহীন এমন কথাই বলেছেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে সিউলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে চুন বলেছেন, তার ধারণা, এরই মধ্যে উত্তর কোরিয়া অর্থনৈতিক দিক দিয়ে ভেঙে পড়েছে।
দু-তিন বছরের মধ্যে দেশটির নেতা কিম জং ইলের মৃত্যুর পর রাজনৈতিকভাবেও ভেঙে পড়বে।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিস্তার নিয়ে চীনের বিরোধিতার বিষয়টিও প্রকাশ করেছে উইকিলিকস। প্রকাশিত তথ্যে দেখা যায়, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের জন্য ভারতকে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি বিষয়ে তীব্র আপত্তি রয়েছে চীনের। চীন মনে করে, এমনটা হলে তা চীনের জন্য অমঙ্গলই বয়ে আনবে।
Welcome to the family of BLACK i''z,...
একটি Website-ই পারে আপনার প্রতিস্টান, গ্রপ অথবা product লক্ষ, কোটি মানুষের কাছে পরিচিত করে তুলতে। কারন বতমান প্রথিবির শবচেয়ে বড় social network বা communication system হচ্চে online, আর যার মাধ্যমে আপনিও পারেন আপনার প্রতিস্টান, গ্রপ অথবা product-লক্ষ, কোটি মানুষের কাছে পরিচিত করে তুলতে..