.: ক্যালিফর্নিয়ায় চাঁদের পাথর বিক্রির চেষ্টা, ...!!!
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.
BACK TO PAST
...এই পাতায় মোট ৩-টা Post রয়েছে,.
পরবর্তি Post-দেখার জন্য নিচে আসুন,.
যথ্রাক্রমে...,
1>ক্যালিফর্নিয়ায় চাঁদের পাথর বিক্রির চেষ্টা, ...!!,
2>'অন্যনারীকে মুগ্ধ করতেই নারীর সাজগোজ'...!!,
3>‘টুইটারে পর্নো ফলোয়ার ওবামা,
আজব সব খবরঃ এই পৃথিবীর আনাচে কানাচে প্রতি নিয়ত ঘটে যায় কতশত খবর।সেই সব খবরের মাঝে আমাদের চোখ আটকে যায় আজব সব খবরে, ভিন্ন কিছু খবরে ।
Welcome to the family of BLACK i''z,...
.: 'অন্যনারীকে মুগ্ধ করতেই নারীর সাজগোজ'...!!
পুরুষসঙ্গীকে খুশী করতে নারীরা আয়নার সামনে বেশি সময় কাটায় বলে প্রচলিত ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, পুরুষসঙ্গী নয় অন্যনারীর কাছ থেকে বাহবা পাওয়ার উদ্দেশ্যেই নারীরা সাজগোজ করে থাকে।২ হাজার নারীর ওপর পরিচালিত সিম্পল স্কিন কেয়ারের গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানায়।এতে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে দুই-তৃতীয়াংশই অন্য নারীর কাছ থেকে প্রশংসাসূচক মন্তব্য পাওয়ার জন্য পোশাক নির্বাচন করে।
অপরদিকে ১৮ থেকে ৩০ বছর বয়সীদের প্রতি ১০ জনের মধ্যে ৬ জন পোশাক নির্বাচন করে তাদের বান্ধবীদের কথা মাথায় রেখে।এক চতুর্থাংশেরও বেশি অংশগ্রহণকারী জানিয়েছে, তারা পুরুষ নয় বরং অপরিচিত নারীদের কাছ থেকেই বেশি মন্তব্য পেয়ে থাকে। সিম্পল স্কিন কেয়ারের এক মুখপাত্রের বরাত দিয়ে দ্য ডেইলি মেইল বলেছে, "প্রচলিত একটি ধারণা রয়েছে যে, বিপরীতলিঙ্গের সঙ্গীকে খুশী করতেই নারীরা সব কিছু করে থাকে। তবে গবেষণায় দেখা গেছে এটা সবসময় ঠিক নয়।"গবেষণায় অংশগ্রহণকারী নারীদের ২২ শতাংশ দাবি করেন, পুরুষরা কেমন মন্তব্য করল তা তারা মোটেও পরোয়া করেন না। আর ৪৮ শতাংশ নারী জানান, তারা মূলত অপরিচিত নারীদের কাছ থেকে প্রশংসা পেতেই বেশি পছন্দ করেন। |
‘টুইটারে পর্নো ফলোয়ার ওবামা!
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিজে অথবা তার কর্মকর্তাদের কেউ ওবামার নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে পর্নো চ্যানেল ফলো করতে ক্লিক করেছিলেন। জানা গেছে, বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট থেকে বেবস্টেশন নামে একটি সফট পর্নো চ্যানেল ফলো করা হচ্ছে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট ফলো করেন এমনই এক ভক্ত ওবামার টুইটার অ্যাকাউন্টে পর্নো চ্যানেল ফলো করার বিষয়টির খোঁজ পেয়েছেন।সংবাদমাধ্যমটি জানিয়েছে, বারাক ওবামা নিজে অথবা তারই কোনো কর্মকর্তা এই চ্যানেলটির জন্য ফলো বাটনটিতে ক্লিক করেছেন। আর তাই তার অ্যাকাউন্টে এই সাইটটির তথ্য চলে আসছে।উল্লেখ্য,মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটারে ফলো বাটনটিতে ক্লিক করে যেকোনো অ্যাকাউন্ট ফলো করা যায়। |