.:লেননের টয়লেট ১৪ হাজার ৭৪০ ডলারে বিক্রি...!!

 

 
Welcome to the VinnoKhoobor, the another different poroject of BLACK i''z. We wish you a very warm and bright day. It is our pleasure to see you in our website.

 



..BACK TO PAST,
 
...এই পাতায় মোট ৩-টা Post রয়েছে,.
পরবর্তি Post-দেখার জন্য নিচে আসুন,.
যথ্রাক্রমে.....,

 

 john_lennon11

বিশ্বখ্যাত বিটলস ব্যান্ডের প্রয়াত জন লেননের ব্যবহৃত একটি টয়লেট শনিবার ব্রিটেনে নিলামে ১৪ হাজার ৭৪০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।নিলামের আয়োজকরা বলেছেন, পূর্বধারণার চেয়ে দশগুণ বেশি দামে টয়লেটটি বিক্রি হয়েছে।১৯৮০ সালে নিউ ইয়র্কে জন লেনন নিহত হন।১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দক্ষিণ ইংল্যান্ডের বার্কশায়ারের টিটেনহার্স্ট পার্কে বসবাস করার সময় পোর্সেলিনের তৈরি এ কমোডটি ব্যবহার করতেন লেনন।পরবর্তীতে সাদা ও নীল রং এর এ কমোডটি পরিবর্তন করে নতুন একটি বসানো হয়।

john_lennon 

ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, নির্মাণ শ্রমিক জন হ্যানকক লেননের বাড়ি সংস্কারের কাজ করার পর কমোডটি তার বাড়িতে নিয়ে যান এবং ৪০ বছর ধরে সেটি সংরক্ষণ করেন।স¤প্রতি তার মৃত্যুর পর কমোডটি নিলামে তোলা হয় বলে জানায় গণমাধ্যম। বিটলস ব্যান্ড দলের সদস্যদের জন্মস্থান উত্তর পশ্চিম্ ইংল্যান্ডের লিভারপুল শহরে আয়োজিত 'বিটল উইক ফেস্টিভ্যাল'-এ বিটলস'র স্মরণীয় জিনিসগুলো নিলামে তোলা হলে এ কমোডটি বিক্রি হয়।লেননের ব্যবহৃত কমোডের ক্রেতার পরিচয় পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে এটি অন্য কোন দেশে নিয়ে যাওয়া হচ্ছে।

 

 

Welcome to the family of BLACK i''z,...

.: টাচস্ক্রিন গিটার 'কিটারা'

 

 

 kitara_touchscreen_guitar_2

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক প্রকৌশলী নতুন ডিজিটাল গিটার তৈরি করেছেন। কিটারা নামের এই গিটারে কোনো স্ট্রিং নেই। এতে স্ট্রিং এর বদলে লাগানো আছে মাল্টি টাচস্ক্রিন। খবর ডেইলি মেইল-এর সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন এই গিটারটি তৈরি হয়েছে পুরোনো মিসা ডিজিটাল গিটারের অনুকরণে। তবে, কিটারাতে স্ট্রিং-এর বদলে যোগ হয়েছে মাল্টি টাচস্ক্রিন, ফ্রেটবোর্ড এবং সিনথেসাইজার; যার মাধ্যমে ১০০টিরও বেশি আলাদা আলাদা ধ্বনি তৈরি করা যায়।এতে আরো রয়েছে, এমআইডিআই কন্ট্রোলার যার মাধ্যমে কম্পিউটার মিউজিক সফটওয়্যারে বাজানো যেকোনো কিছুই রেকর্ড করে রাখা যায়।

touchscreen-guitar-3 

ংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ভার্চুয়াল গিটারটি অনেকটাই কিবোর্ডের মতো কাজ করে তাই এর নাম দেওয়া হয়েছে ‘কিটারা’ এবং একে গিটার না বলে বলা হচ্ছে কিটার। এটি কাইনেক্ট-এর মতোই প্রযুক্তি।জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারে এই গিটারটি কিনতে খরচ হবে ৮৪৯ ডলার।

পর্নো ছবিতে অভিনয়ে ৫০ লাখ ডলারের প্রস্তাব ....!!


 

 8-14-08-pippa01

 

কেট মিডলটনের ছোটবোন পিপা মিডলটন এবার ৫০ লাখ ডলার পারিশ্রমিকের বিনিময়ে একটি পর্নো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। বৃটেনের রাজপরিবারের নতুন রাজকুমারী ‘ডাচেস অব ক্যামব্রিজ’ কেট মিডলটনের বিয়ের দিন থেকেই ছোট বোন পিপা রীতিমতো সংবাদ মাধ্যমের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছেন। তবে যে কারণে তিনি খবরের শিরোনামে উঠে আসছেন- তা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে মিডলটন পরিবারকে। এদিকে একটি পার্টিতে প্রায় বিবস্ত্র অবস্থায় পিপার কিছু ছবি দেখে হুমড়ি খেয়ে পড়ে বৃটেনের পর্নো সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় চলচ্চিত্র সংগঠন ‘ভিভিড এন্টারটেইনমেন্ট’-এর প্রতিষ্ঠাতা স্টিভ হিচ একটি চিঠির মাধ্যমে পর্নো চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবটি পাঠান তাকে।

 

 pippamiddleton...3

 

ই মে ওই চিঠি পাঠানো হয়েছিল ফিলিপ্পা বা পিপা মিডলটনকে। বার্তা সংস্থা আইএএনএস এ তথ্য দিয়েছে। স্টিভেন হিচ তার পাঠানো চিঠিতে পিপার উদ্দেশে লিখেছেন, আমার জানা মতে, সমপ্রতি অনুষ্ঠিত রাজকীয় বিয়ের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন আপনি। তিনি চিঠিতে আরও লিখেছেন, সৌন্দর্য ও অভিনয়ে আপনি পর্নো চলচ্চিত্রে বড় সফলতা অর্জন করবেন। এ প্রস্তাবে তিনি একটি পরিপূর্ণ দৃশ্যে অভিনয়ের আহ্বান জানিয়েছেন পিপাকে। পিপা চাইলে চলচ্চিত্রে তার সঙ্গীদেরকেও বেছে নিতে পারবেন বলে জানান হিচ।

 

 

 

1

 

 

 

এখানে সকল পৃস্টা দেখতে পাবেন,..

 

OOur Guest & Visitors of this page!!

 

size=35
BLACK i''z a way to da little friendshop

SSee where from your Friends

Various Album Of B-Eyez...,

VinnoKhobor.., @ FACEbook.,

BBlack i''z wants to see you again..,

BBLACK i''z, it is dream, it is real, BLACK i''z da real dream.,