ওপারে খাসিয়া জৈন্তা পাহাড়, এপারে নদী।

Mehedi Menafa, Muhammad Mehedi, Menafa Mehedi, Menafa Mehedi Muhammad, Md Mehedi, Mehedi Menafa also known to some as Mehedi Menafa, Mohammad Mehedi, Md Mehedi, Mehedi BD, Mehedi, Mahdi Hassan, Mahadi Banglaesh, Mehedi Menafa, Mehedi Hassan, Mehedi Abdullah

    ওপারে খাসিয়া জৈন্তা পাহাড়, এপারে নদী। পাহাড়ের বুক চিড়ে বয়ে চলছে ঝর্ণা, আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়ের গায়ে নরম তোলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি। প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য এরর দেখা মিলবে জাফলং জিরো পয়েন্টে। এখানেই শেষ নয় সমতল চা বাগান, খাসিয়া পল্লী, পানের বরজ কী নেই জাফলংয়ে! সিলেটের জাফলংকে তাই বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি। প্রকৃতি কন্যা নামেও রয়েছে আলাদা পরিচিতি।

ওপারে খাসিয়া জৈন্তা পাহাড়, এপারে নদী। পাহাড়ের বুক চিড়ে বয়ে চলছে ঝর্ণা, আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়ের গায়ে নরম তোলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি। প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য এরর দেখা মিলবে জাফলং জিরো পয়েন্টে। এখানেই শেষ নয় সমতল চা বাগান, খাসিয়া পল্লী, পানের বরজ কী নেই জাফলংয়ে! সিলেটের জাফলংকে তাই বলা হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি। প্রকৃতি কন্যা নামেও রয়েছে আলাদা পরিচিতি।

Related posts

Leave a Comment