রমযান মাসের অবিস্মরণীয় ঘটনাবলী।

বিশ্ব নবী হযরত মুহাম্মদ(সঃ)-এর জীবদ্দশায় রমযান সাসে বিভিন্ন অবিস্মরণীয় ঘটনাবলী সংঘটিত হয়। তার মধ্যে থাকে কয়েকটি অবিস্মরণীয় ঘটনাবলীর আলোকপাত করা হল।
এক. নবুওয়াতের প্রথম বছর রমযান মাসে হেরা গুহায় পবিত্র কোরআন শরীফ অবর্তীন হয়।
দুই. নবুওয়াতের ষষ্ঠ বছর রমযান মাসে হযরত উমর (রাঃ) এবং হযরত হামযা (রাঃ) ইসলাম ধর্ম গ্রহণ করে।
তিন. নবুওয়াতের দশম বছর রমযান মাসে রাসূল (সঃ)-এর চাচা আবু তালিব এবং খাদীজা (রাঃ) ইন্তেকাল করেন।
চার. দ্বিতীয় হিজরীর ১৭ই রমযানুল মোবারকে ইসলামের প্রথম জিহাদ ঐতিহাসিক ‘গাযওয়ায়ে বদর’ সংঘটিত হয়।
পাঁচ. পঞ্চম হিজরীর রমযানুল মাসে খন্দকের যুদ্ধ হয়।
ছয়. অষ্টম হিজরীর ১০ই রমযান জুম’আর দিনে মক্কা বিজয় হয়।
সাত. অষ্টম হিজরীর ১৬ই রমযানে কিয়ামত পর্যন্ত সুদকে হারাম করা হয়।
আট. নবম হিজরীর রমযান মাসে তাবুকের যুদ্ধ সংঘটিত হয়।
নয়. এগার হিজরীর রমযান মাসে ফাতিমা (রাঃ) ইন্তেকাল করেন।
দশ. আটান্ন হিজরীর মাহে রমযানে হযরত আয়েশা (রাঃ) ইন্তেকাল করেন।

 

 

Photo

Related posts

Leave a Comment