ছ্যাঁকা ও তার প্রতিকার : বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে একটি ভিন্নধর্মী গবেষণাকর্ম । (ছ্যাকা খাইলে যা করবেন-৪)

কিছুদিন ধইরা ব্লগে দেখি ছ্যাঁকার জোয়ার চলতেছে । সবাই খালি ভালোবাসা হারানোর গল্প লেখে । কেউ কেউ আবার নিকট ভবিষ্যতে ছ্যাঁকা খাবে বলে দিন গুনতেছে । আমার সহানুভূতিপূর্ণ এই গবেষণাকর্ম তাদের উদ্দেশ্যে উৎসর্গ : যারা ডিজুস জামানায় লাইলি/মজনু হতে যাইয়া “জান কুরবান করি দিব” এই নিয়ৎ নিয়া প্রেমের মাঠে নাইমা অনভিজ্ঞতার দরুণ ধরা খায় । অতঃপর নিজেরে নিয়া কি করবো ভাইবা পায়না ।

http://sphotos.xx.fbcdn.net/hphotos-snc7/p480x480/574881_417620118268851_271238559573675_1282897_1849283784_n.jpg

ছ্যাঁকা মূলত ২ প্রকার । একতরফা প্রেমে পড়সেন কিন্তু পাত্তা পাইলেন না । অথবা ১০ বছর প্রেম কইরা “তুমি ভালো না” কইয়া সে গেলোগা । এই ছ্যাঁকা অথবা ব্রেক আপ যাহাই বলেন না কেন , যে খাইসে “শুদু সেই বোজে” এর জ্বালা ।

এই নিষ্ঠুর পৃথিবীরে আপনে নিজের মনের সঠিক অনুভূতিটাও বুঝাইতে অক্ষম । ফলতঃ মা-বাপ-ভাই-বেরাদার সহমর্মিতা দেখানি দূরে থাক , যার লিগা এই অবস্থা তার কাছেও পাত্তা নাই । যখন ঘরের চিপায় বইসা ভেউ ভেউ কইরা কানতে মঞ্চাইতেসে, তখনো লোকে ঈদের বকশিশ চায় /:)

http://sphotos.xx.fbcdn.net/hphotos-ash4/421806_119326834859186_119061581552378_49923_208836635_n.jpg
ছ্যাঁকার প্রতিকার সম্পর্কে লিখতে গেলে প্রথমেই বলা উচিৎ ছ্যাঁকা খাওনের হাত থিকা বাঁচার উপায় কি ? কিন্তু আফসোস….. শত শত বিজ্ঞানী, দার্শনিক এবং ডাক্তররা( ;) ) গত কয়েকশ শতাব্দী ধইরা ক্রমাগত গবেষণা চালাইয়াও বাইর করতে পারেনাই এইটার উত্তর । যে যাবার সে যাবেই ভাইডি, তারে ধরে রাখা যায়না । আপনে প্রিন্স চার্লস কি প্রিন্সেস ডায়ানা হইলেও সে যাবে । অতএব প্রশ্ন হইলো , ছ্যাঁকা খাওয়ার পরের কর্তব্য কি ?

# ব্রেক আপ হওয়ার পর যে ভাবনাটা সবচে’ পীড়া দ্যায় তা হইলো “আহহারে আমি এমুন ভালো পুলাডা , তাও আমারে ফালাইয়া গেলোগা ??? :(( বুঝবি রে বুঝবি একদিন বুঝবি” । এইসময়ডায় হঠাৎ হঠাৎ মনের দুঃখ উথলায়া ওঠে । মনডা অতি নরম হইয়া যায় ফলে খালি ভালো কাজ করতে মঞ্ছায় । এরপর ভালো কাজডা করার পরে আবারও সেই অনুভূতি ” আহহারে আমি এমুন ভালো পুলাডা………”

প্রতিকার : এমন কোনো কাজ করবেননা যাতে নিজের কাছে নিজে দয়ালু বইলা প্রমাণিত হন । রাস্তাঘাটে যদি কোন গাঞ্জাখোরে ভিক্ষা চায় তারে নিজের দলে কল্পনা কইরা ৩ডা টেকা ধরাই দিয়া দীর্ঘনিঃশ্বাস ফেলার কুনো দরকার নাই । ঠাডায়া চটকানা মারেন ।

কন্ডাক্টর ১ টাকা ভাড়া বেশী চাইলে ইয়া আলীইইইইই বইলা চিক্কুর দিয়া তার উপ্রে ঝাপায়া পড়বেন ।

বন্ধুবান্ধবরা সান্তনা দেওনের ভান কইরা খুচা-মারা কথা কইতে আইতে পারে । কেই নাকি কান্না কানতে আইলেই উষ্টা মারবেন ।

রাস্তাঘাটে মাইয়া দেখলেই গাইল পাড়বেন ।

চাকুরীক্ষেত্র বা শিক্ষাক্ষেত্রে কারো উপ্রে বিশেষ রাগ থাকলে এই সুযোগে তারে এক হাত নিতে পারেন । আপনের শিক্ষক বা বস যখন আপনের মানসিক অবস্থা না বুইঝা লেকচার দিতাছে তারে আলজিহ্বা তুরি বাইর কইরা ভেঙ্গায়া দ্যান । কি আছে জীবনে !!! :> :> :>

Related posts

Leave a Comment