আপনার কম্পিউটার হ্যাং হবার কারন

যেনে নিন যে ৫টি কারণে Hang হতে পারে আপনার কম্পিউটার
tech_stressed_dark4

১। কম্পিউটার ভাইরাস সাধারণত কম্পিউটার Hang হওয়ার একটি বড় কারন।
এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয়, যার ফলে সহজেই কম্পিউটার প্রায়ই Hang হয়।

২। কম্পিউটার প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে কম্পিউটার Hang হতে পারে।

৩। অপারেটং সিস্টেমে ত্রুটি থাকলে বা কোনো সিস্টেম ফাইল file delete হয়ে হয়ে গেলেও কম্পিউটারে বার বার Hang হতে পারে।

৪। হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালে তখন রেম সম্পূর্ণ লোড হয়ে যায় এবং hang হওয়ার সম্ভবনা থকে।

৫। হার্ডডিস্ক এ বেড সেক্টর থাকলে বা অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলে।

Related posts

Leave a Comment