নিজের ফ্রীল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার আগে এই প্রশ্নগুলো করুন

নিজের ফ্রীল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার আগে এই প্রশ্নগুলো করুন

গত কয়েক বছরে আমাদের ফ্রীলান্সিং এ সফলতার হার অনেকটাই বেড়েছে। তাই নতুনদের ফ্রীলান্সিং করার আগ্রহটা বেড়েছে। ফ্রীলান্সিং করতে হলে অবশ্যই আপনাকে কোনো একটা বিষয়ে দক্ষ হতে হবে। কেননা দক্ষতা ছাড়া আপনি এই জগতে টিকে থাকতে পারবেন না।

নিজের ফ্রীল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার আগে এই প্রশ্নগুলো করুন

এখন কথা হলো আপনি কোন বিষয়ে নিজেকে দক্ষ করে তুলবেন ?

গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং, ইত্যাদির মধ্যে যে কোনো একটিকে আপনি বাছাই করে নিতে পারেন। কিন্তু কোনটি আপনার জন্য পযোজ্য সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। আমাদের সমস্যাটা হয় এইখানে, কোন বিষয়টা নিয়ে কাজ করব সেইটাই বুঝতে পারি না। প্রচলিত নিয়মে দেখা যায়, আমার কোনো এক বন্ধু ওয়েব ডিজাইন শিখে এখন ফ্রীলান্সিং এ ভালো করছে আমি ও এইটাই শিখব। এইভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।  এইটা আসলে ঠিক নয়। হয়তবা এই সিদ্ধান্তটি আপনাকে বের্থতার দিকে ঠেলে দিচ্ছে।

সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে কিছু প্রশ্ন করুন এবং উত্তর বের করার চেষ্টা করুন।

১. ফ্রীলান্সিং জগতে কি কি বিষয় নিয়ে কাজ করা যায়। আপনি কি ওই বিষয় গুলো সম্পর্কে জানেন কি না ? যদি না জানা থাকে তাহলে জানার চেষ্টা করুন। এখন অনেকে আর্টিকেল পাওয়া যায় অনলাইনে এই সব বিষয়ের উপর, এছাড়া এই ধরনের সেমিনার গুলোতেও  অংশগ্রহন করতে পারেন।

২. আপনার কোন কাজটি সবচাইতে বেশী ভালো লেগেছে এবং কেন লেগেছে  তা বের করুন। কাজকে তখনি কাজ মনে হবে না যখন কাজটি হবে আপনার মনের মত।

৩. এই কাজটি করার মত যোগ্যতা এবং ধৈর্য আপনার মধ্যে আছে কি না তা জানার চেষ্টা করুন। শুরু করার পর ভালো লাগেনা বলে ছেড়ে দেওয়ার প্রবনতাটা আমাদের মধ্যে বেশী তাই বুঝে সিদ্ধান্তটা নিন।

৪. মার্কেটপ্লেস এ এই কাজটির চাহিদা কেমন এবং এই কাজের ভবিষ্যত কেমন এই দুইটা বিষয় ভালো করে দেখার চেষ্টা করুন। অনেক সময় কোন কাজটা সবচাইতে সহজ আমরা ঐটা খুজি এবং ঐটার পিছনে সময় ব্যয় করি।  একসময় এইটার ভবিষ্যত ভালনা দেখে টোটাল ফ্রীলান্সিং জগতকে ছেড়ে দেই।

উপরের বিষয় গুলো লক্ষ্য করে সিদ্ধান্ত নিন। ওই বিষয়ে নিজেকে দক্ষ করার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় তা করুন। আশা করি সফলতার প্রান্তটি আপনি ছুতে পারবেন।

এছাড়াও আপনি সহযোগিতা নিতে পারেন দেশের সনামধন্য প্রতিষ্ঠান BLACK iz IT Institute এর থেকে।

Related posts

Leave a Comment