সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে!

ইউরোপিয়ান কমিশন এবার সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ।

 
google-logo-search-engine-seo
অন্যান্য সার্চ ইঞ্জিনদের বাঁচাতে গুগলের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের চিফ মারগারেথ ভেস্টাগার।কারণ হিসেবে মারগারেথ বলেছেন, “গুগল গোটা ইউরোপ জুড়ে নিজের পক্ষের কোম্পানিকে কম দরে সার্চ ইঞ্জিন পরিষেবা করছে। এটা কখনই মেনে নেওয়া যায়না।

তবে এটাই প্রথম নয়। এর আগে মাইক্রোসফটের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছিল ইউরোপিয়ান ইউনিয়ন। মূলত মার্কিন সার্চ ইঞ্জিন জায়েন্টকে রুখতেই এই নয়া ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। দোষি প্রমাণিত হলে বিশাল পরিমাণে জরিমানারও সম্ভবনা রয়েছে গুগলের।

উল্লেখ্য, বিইং, মোজিলা, ইন্টারনেট এক্সপ্লোরারকে ছাড়িয়ে ইউরোপ সহ গোটা বিশ্বের ৯০ শতাংশ ক্ষেত্রে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয় গুগল।

Related posts

Leave a Comment