রব কে জানো?, সুস্থ্যভাবে থাকতে চাইলে মানতে হবে, পর্যালোচনা, জানা অজানা,

রব কে জানো? :
ভোরের মৃদু সমীরণ যখন তোমার আপদ মস্তকে ছড়িয়ে পড়ে, যখন তোমার ক্লান্ত শরীর মেলে দাও শিমুল তুলার বিছানায়, একটু খানি রোদের কষ্টে যখন আশ্রয় নাও কোন বৃক্ষের সুশীতল ছায়ায়; তখন ভেবে দেখ- এই ভোরের মৃদু সমীরণ, শিমুল তুলার রেশম কোমল বিছানা, বৃক্ষের সুশীতল ছায়ার পরশ, কার অপরিমেয় রহমে বিনিময়হীন এই অমূল্য সম্পদ উপভোগ করছ?
সে তো এক, অদ্বিতীয় রব। তিনিই মহা মহিম, রাব্বুল আলামীন। যখন তুমি ভোর না হতেই পাখিদের কলরবে ঘুম থেকে জাগো, পিপাসায় কাতর হয়ে যখন তৃষ্ণা মিটাও বরফ শীতল জলে, প্রশান্ত হও যখন বসন্তের অজস্র ফোটা ফুলে, রাতের আঁধারে পূর্ণিমার আলোয় স্নাত হয়ে যখন প্রকৃতির বুকে হাঁটতে ভালবাস, যখন তুমি নীরব রাতে নিদ্রাঘোরে মধূর স্বপ্ন দেখতে থাক; তখন একটুখানি ভেবে দেখ- কার মহিমায় এত অনাবিল সুখের রজনীগুলো পার করছ?
উত্তর একটাই; তিনি হলেন মহান স্রষ্টা, কৃপানিধান, দয়ার আঁধার, মমতার অফুরন্ত ভান্ডার, আমার প্রভূ, আমার মালিক, রাহমানুর রাহীম।
নাজিয়া আজাদ তামান্না

সুস্থ্যভাবে থাকতে চাইলে মানতে হবেঃ
১. খুব ভোরে ঘুম থেকে উঠুন, হাটতে বের হবেন।
২. দয়া করে সোজা হয়ে বসার অভ্যাস করুন।
৩. ভালো করে চিবিয়ে খাবার খান।
৪. তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবারকে ‘না’ বলুন।
৫. নিজের গাড়ি থাকলেও হেঁটে চলুন।
৬. সবুজ সবজি আর ফলমূল হোক নিত্যসঙ্গী।
৭. ঘরের কাজ নিজেই করুন।
৮. কাজ নিয়ে ব্যাস্ত থাকুন।
৯. রাতে শোয়ার সময় ঢিলেঢালা পোষাক পরিধান করুন।
১০. ক্রোধ সংবরণ করুন।
১১. কথা বার্তায় সংযমী হোন।
১২. কাজ জমিয়ে রাখবেন না।
১৩. দয়া করে মানুষকে বিশ্বাস করতে শিখুন।
১৪. সৎ চিন্তা করুন, অহংকার ঝেড়ে ফেলুন।
১৫. অন্যায়কে ‘না’ বলতে শিখুন।

পর্যালোচনা
একজন ব্রিটিশ লোক এক আরব শেখের কাছে আসলো এবং জিজ্ঞেস করলো, একজন পুরুষের সাথে একজন মহিলার হাত মেলানো (হ্যান্ডশেক করা) ইসলামে নিষিদ্ধ কেনো? শেখ বললেন, আপনি কী রাণী এলিজাবেথের সাথে হাত মেলাতে পারবেন? ব্রিটিশ লোকটি বললো, অবশ্যই নয়, শুধুমাত্র কিছু সংখ্যক নির্দিষ্ট লোকরাই তার সাথে হাত মেলানোর সুযোগ পায়। তখন শেখ বললেন, আমাদের কাছে আমাদের নারীরা তেমনি রাণীর মত সম্মানিত।  আপনি জানেন কি ?
আপনি জানে কি, মেয়েদের হার্ট (ঐবধৎঃ) ছেলেদের হার্টের চেয়ে দ্রুত স্পন্দিত হয় ?শুধু হৃৎপিন্ডই নয়, মেয়েরা ছেলেদের চেয়ে চোখের পাতাও দ্রুত ফেলে (প্রায় দিগুন দ্রুত)।
আপনি জানেন কি, প্রচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরী করা হতো? কারণ, সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির কোনও সল্পতা ছিলো না।
অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্তে) বরফের টুকরাটি কতো মোটা জানেন? ৩ মাইল।
সংগ্রহে: মোছাঃ শিরিনা (কাফেলা:০৪৩)

জানা অজানা

পৃথিবীতে মাত্র দুটো প্রাণী আছে যারা মাথা পিছনে না ঘুরিয়েও পিছনের দৃশ্য দেখতে পারেন। প্রাণীগুলো হলোঃ
(১) খরগোশ, (২) কাকাতুয়া।
চিতাবাঘ প্রাণীদের মধ্যে সবচেয় দ্রুত ছুটতে পারে এটা অনেকেই জানি। কিন্তু চিতাবাঘ যে গর্জন করেনা তা কি জানতেন? বরং এটি বিড়ালের মতো ‘মিউ মিউ’ করে ডাকে থাকে।
আলাস্কান বাদামী ভালূক হলো পৃথিবীর সবচেয়ে বড় আকারের মাংসাশী প্রাণী। এরকম একটি ভালুকের ওজন কতো হতে পারে অনুমান করেন দেখি? ১৭০০ পাউণ্ড।
সংগ্রহে: সাদিয়া আক্তার (কাফেলা: ০৪৯)
প্রাণী জগৎ সম্পর্কে কিছু মজার তথ্যঃ
পেঙ্গুইন মাটি/ বরফ থেকে ৬ফিট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে।
বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা হাঁটতে পারে না।
মশা নীল রঙের প্রতি দুর্বল। ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে।
একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যাথা পায় না বা আহত হয় না।
শ্বেত ভালুক কোনোরকম বিশ্রাম না নিয়ে একটানা ৬০ মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে।

Related posts

Leave a Comment