গুহার ভেতরে পাঁচতারা হোটেল!!

পাঁচ তারা হোটেল কিংবা গগনচুম্বী ভবন নির্মাণে বৈচিত্র্য আর নতুনত্বে কে কাকে পেছনে ফেলবে সত্যিই থেমে নেই তার প্রতিযোগিতাটা। এসব ক্ষেত্রে আজ এক দেশ চমক দেখাচ্ছে তো কাল দেখাচ্ছে আরেক দেশ। তবে এ মুহূর্তে নতুন চমক দেওয়ার খবর দিচ্ছে চীন।

দেশটিতে এমন একটি নতুন পাঁচতারা হোটেলের নির্মাণকাজ শুরু হয়েছে যা বৈচিত্রের দিক থেকে একেবারেই নতুন।

আর তা হলো- এ পাঁচতারা হোটেলটি তৈরি করা হচ্ছে একটি গুহার ভেতরে। শুধু তাই নয় এ হোটেলের বেশিরভাগ অংশই থাকবে পানিতে নিমজ্জিত। অর্থাৎ একের ভেতরে দুই গুণ।

চীনের সাংহাই প্রদেশে সংজিয়াই জেলার একটি গুহায় ৩৪৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইতোমধ্যে এ পাঁচতারা হোটেলের নির্মাণকাজ শুরু হয়েছে।

শুধু একটি নয় ১৯ তলা বিশিষ্ট পাশাপাশি দুটি এ ধরনের হোটেল তৈরী করা হবে।

ইন্টার কন্টিনেন্টাল হোটেল গ্রুপ এটি তৈরী করছে। এর ডিজাইন করেছে ব্রিটিশ কোম্পানি এটকিনস।

এক হোটেল থেকে আরেক হোটেলে যাওয়ার সুবিধা থাকবে এখানে।

হোটেল দুটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর সবুজ প্রাকৃতিক পরিবেশের আবহ। এমনকি এর ছাদের সুবিশাল পরিসরজুড়ে থাকবে সবুজ ঘাস ও বিভিন্ন ধরনের গাছ।

হোটেলের পানির নিচের অংশে থাকবে বেডরুম ও রেস্টুরেন্ট। পাশে থাকবে ১০০ মিটারের একটি জলপ্রপাত যা বেডরুমের জানালা দিয়ে শোয়ার সময়ও উপভোগ করা যাবে।

অবশ্য পাঁচতারা হোটেল হিসেবে এর এক রাতের ভাড়া হবে খুবই কম। তিন বেডের রুমে একজনকে এক রাতের জন্য মাত্র ২০০ পাউন্ড খরচ করলেই হবে।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শেষের দিকে এর নির্মাণকাজ শেষ হবে।

Related posts