মাহমুদুল্লাহর ব্যাটে ইতিহাস গড়া শতক

অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিরোধ গড়ে ক্যারিয়ারের প্রথম শতকটি তুলে নেওয়ার পাশাপাশি একটা ইতিহাসই গড়লেন মাহমুদুল্লাহ।

চার বিশ্বকাপের খরা কাটিয়ে পঞ্চম আসরে এসে বাংলাদেশ কোনো ব্যাটসম্যানের কাছ থেকে শতকের ইনিংস পেল।

সোমবার ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ বলে বলে শতক তুলে নেন মাহমুদুল্লাহ। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারের শতকটি ছিল সাত চার ও দুই ছক্কায় সাজানো।

৪৪তম ওভারের তৃতীয় বলে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে অফসাইডে আলতো করে ঠেলে এক রান নিয়ে দারুণ এই মাইলফলকে পা রাখেন মাহমুদুল্লাহ।

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল তামিম ইকবালের। গত বৃহস্পতিবার নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

৪৫.৪ ওভারে রানআউট হওয়ার আগে ১৩৮ বলে ১০৩ রান করেন মাহমুদুল্লাহ। এই অলরাউন্ডারের আগের সর্বোচ্চ ছিল ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা অপরাজিত ৮২ রান।

শতক গড়ার পথে দুটি মূল্যবান জুটি গড়ে বাংলাদেশকে পথে রাখেন মাহমুদুল্লাহ। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৮৬ এবং পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৪১ রান করেন তিনি।

Related posts

Leave a Comment