প্রধানমন্ত্রী যাওয়ার পরপরই হাতবোমা বিস্ফোরণ

বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে রাজধানীর কারওয়ান বাজারে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। শনিবার দুপুরে এই বিস্ফোরণের কিছু সময় আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর কারওয়ান বাজার এলাকা অতিক্রম করেছিল। এই বিস্ফোরণে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী যাওয়ার ১০ মিনিট পর কারওয়ান বাজারের আন্ডারপাসের কাছে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।” ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিস্ফোরণে তেজগাঁও থানার এএসআই মাহবুব সামান্য আহত হলেও তা গুরুতর নয় বলে ওসি জানান। “সে এখন ডিউটি করছে,” বলেন পুলিশ কর্মকর্তা মাজহার। ২০ দলের লাগাতার অবরোধ-হরতালে বিক্ষিপ্ত বোমাবাজি চলছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এতে কয়েকজন হতাহতও হয়েছেন।

Related posts

Leave a Comment