এক বোকা নারী থেকে শিক্ষা নাও…

হাকিমুল উম্মত হজরত আশরাফ আলি থানবি (রাহঃ) বলতেন, এক বোকা অশিক্ষিত মেয়ে থেকে শিক্ষা নাও। একটি বোকা মেয়ে দু’টো কথা উচ্চারন করে একজন পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে। একজন বলে, আমি তোমাকে বিয়ে করলাম। অন্যজন বলে আমি কবুল করলাম। এই দু’টো কথাকে মেয়েটা এতটুকু সম্মান করে যে, যার জন্য সে মাতা-পিতা, ভাই-বোন বংশ পরিবারসহ সবকিছুর মায়া ত্যাগ করে একমাত্র স্বামীর জন্য হয়ে যায়। স্বামীর গৃহবন্দী হয়ে যায়। ছোট্ট দু’টি কথার মূল্যায়ন তার কাছে এতো বেশি! হজরত থানবি (রাহঃ) বলেন, একটি বোকা মেয়ের দু’টো মাত্র কথার প্রতি এতোটা গভীর আস্থা, শ্রদ্ধা ও হৃদ্যতা যে, সে এ দু’টো কথার সম্মান রক্ষার্থে সবকিছু পরিত্যাগ করে স্বামীর জন্য উৎসর্গিত হয়ে যায়। অথচ তোমরা তো এতটুকুও পার না। তোমরাও তো দু’টো কথা এভাবে উচ্চারণ করেছ। কালিমায়ে তাইয়্যিবা- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ’ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল। কথাটুকু উচ্চারণ করেছ। অথচ তোমরা যার জন্য দু’টো কথা পাঠ করলে তার জন্য উৎসর্গিত হতে পার না। এই কালিমার প্রতি বোকা মেয়েটির সমান আস্থা ও শ্রদ্ধাশীল হতে পারলেনা। মেয়েটি দু’টো কথার ইজ্জত রক্ষা করল, তার সবকিছু স্বামীর জন্য নিবেদন করে। কিন্তু তোমরা তো পারলে না আল্লাহর জন্য নিবেদিত হতে।

## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।

Related posts

2 Thoughts to “এক বোকা নারী থেকে শিক্ষা নাও…

  1. Amir Hossain

    al hamdu lillah. onek khushi holam.onek din age ali osman vai bolecilen tini monthly Al Jannat potrikar editing er kaj koren.& bolecilen online er kaj cholce. opekkhay cilam. thanks to all.

  2. চঞ্চল চৌধুরী

    valo laglo… please contiue it..

Leave a Comment