নারীকে আল্লাহ বানিয়েছেন দুনিয়ার জান্নাত।

 

তিনি স্বামীর জন্য প্রশান্তি, সন্তানের জন্য আশ্রয়।
হাদীস শরীফে বর্ণিত হয়েছে-দুনিয়া হচ্ছে ক্ষণিক উপভোগের বস্ত্ত। আর এর সর্বোত্তম সম্পদ নেককার নারী।

আল্লাহ তায়া’লা ইরশাদ করেন, ”আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের সংগিনীদেরকে যেন তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন।” [সূরা রূম- ২১)]’

‘তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। যাতে সে তার নিকট শান্তি পায়।” [সূরা আরাফ-১৮৯]

Related posts

3 Thoughts to “নারীকে আল্লাহ বানিয়েছেন দুনিয়ার জান্নাত।

  1. aljnntbd

    সৃষ্টি করেছেন।” [সূরা রূম- ২১)]‘

    ‘তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। যাতে সে তার নিকট শান্তি পায়।” [সূরা আরাফ-১৮৯]

  2. aljnntbd

    তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। যাতে সে তার নিকট শান্তি পায়

  3. aljnntbd

    তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। যাতে সে তার নিকট শান্তি পায়।” [সূরা আরাফ-১৮৯]

Leave a Comment