আঁকা-বাঁকা স্বপ্নের সিঁড়ি

আঁকা-বাঁকা স্বপ্নের সিঁড়ি

আঁকা-বাঁকা স্বপ্নের সিঁড়ি

কোন এক আঁকা-বাঁকা স্বপ্নের সিঁড়ি বেয়ে, আমি চলেছি হেঁটে,
এক অজানা গন্তব্যের পথে।

স্বপ্নের রঙীন ডানায়, আজ বাস্তবতার বোঝা।
জানি, সামনে কঠিন পথ।

তবু ঘুরে দাড়াবো, তবু স্বপ্ন দেখবো,
রক্ত আগুনে পোড়াব আজ দূর্বলতার পাপ।

সূর্যের চোখে চোখ রেখে, শপথ নিয়েছি আরেক সূর্য হবার,
নতুন ইতিহাস লেখার।

আঁকা-বাঁকা স্বপ্নের সিঁড়ি

 

আমি ফোটোগ্রাফার নই বরং শখেরগ্রাফার!

আমি ফোটোগ্রাফার নই তারপরও মাঝে মধ্যে দু-একটা ছবি তুলতে ভাল লাগে। এই ব্লগে নিয়মিত তুলা আমার আমার কিছু ছবি ধারাবাহিক ভাবে আপলোড দিব। যদিও আমি একজন প্রফেশনাল ফোটোগ্রাফার নই বরং শুধুই শখেরগ্রাফার!

 

যদিও আমার DSLR নেই তবুও এই দুঃসাহস । খুব যে ভাল তুলতে পারি তা কিন্তু নয় তবে কেউ যদি বলেন ছবিটা খুব সুন্দর তবে শুনতে ভালই লাগে। তবে খারাপ বললেও খুব বেশী কস্ট পাবনা। আপনার মতামত মন্তব্যে জানাতে পারেন। আশা করি ছবিগুলো ভাল লাগবে।

Related posts

Leave a Comment