রদানের আদেশ করলেন।-পরীক্ষা মূলক পোস্ট

হযরত মুআবিয়া ইবনে জাহিমা (রাঃ) থেকে বর্ণিত, তিনি (জাহিমা) রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ)! আমি জিহাদে যাবার ইচ্ছে করছি। এ ব্যাপারে আপনার পরামর্শের জন্য এসেছি। রাসুলুল্লাহ (সাঃ) জিজ্ঞাসা করলেন, তোমার মা আছেন? তিন

ি (জাহিমা) বললেন আছেন। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, তার খেদমতে লেগে থাকো। তার পায়েই তোমার জান্নাত রয়েছে।

{মুসনাদে আহমদ, নাসাঈ}

# আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।

Photo: হযরত মুআবিয়া ইবনে জাহিমা (রাঃ) থেকে বর্ণিত, তিনি (জাহিমা) রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ)! আমি জিহাদে যাবার ইচ্ছে করছি। এ ব্যাপারে আপনার পরামর্শের জন্য এসেছি। রাসুলুল্লাহ (সাঃ) জিজ্ঞাসা করলেন, তোমার মা আছেন? তিনি (জাহিমা) বললেন আছেন। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, তার খেদমতে লেগে থাকো। তার পায়েই তোমার জান্নাত রয়েছে।

{মুসনাদে আহমদ, নাসাঈ}

# আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।

Related posts

Leave a Comment