হাসিনা-মোদির প্রথম বৈঠক নিউ ইয়র্কে

হাসিনা-মোদির প্রথম বৈঠক নিউ ইয়র্কে

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

লোকসভা নির্বাচনে কংগ্রেসকে হটিয়ে গত মে মাসে ভারতের ক্ষমতায় আসা বিজেপি নেতা মোদির সঙ্গে এটাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক।
আগামী ২৭ সেপ্টেম্বর দুপুরে দুই নেতার এই বৈঠক হবে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন জানিয়েছেন।
শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তুতি চলছে।“ ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদি ষষ্ঠ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অষ্টম বক্তা। তাদের বক্তব্য শেষে দুই নেতা বৈঠকে মিলিত হবেন।”

 

আগের বছরগুলোর মতো এবারও শেখ হাসিনা নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করবেন বলে জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মামুন-অর রশীদ জানান।
এছাড়া আল জাজিরা এবং এমএস এনবিসিসহ কয়েকটি মার্কিন গণমাধ্যম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়ার অনুরোধ জানালেও এখনও তার দিনক্ষণ ঠিক হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মোমেন
জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার
২৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি নিউ ইয়র্কে অবস্থান করবেন বলে কর্মকর্তারা জানান।

Related posts

Leave a Comment