অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, এক কোর্সের ফি দিয়ে দুটি কোর্স করুন!

অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, এক কোর্সের ফি দিয়ে দুটি কোর্স…

অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, এক কোর্সের ফি দিয়ে দুটি কোর্স করুন!অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, এক কোর্সের ফি দিয়ে দুটি কোর্স করুন! ফ্রিল্যান্সিং করতে হলে মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা থাকা যেমন জরুরি তেমনি আপনি মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা রাখেন কিন্তু আপনার কোন স্কিল নেই তা হলেও লাভ হবে না। আপনার দুটোই জানা থাকতে হবে। এই সমস্যা কে মাথায় রেখে BLACK iz IT Institute অ্যাডভান্স SEO এবং আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্স দুটি প্যাকেজ আকারে করার সুযোগ দিচ্ছে। সাধারনত আমাদের অ্যাডভান্স SEO কোর্সটির কোর্স ফি ৮০০০ টাকা এবং আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সের ফি ৫০০০ টাকা।

যেহেতু এটা একটা প্যাকেজ কোর্স তাই, এবারের আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ফাউন্ডেসন কোর্স এবং অ্যাডভানস SEO কোর্সটি প্যাকেজ আকারে কোর্স ফি হবে ৭০০০ টাকা সাথে রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে ১০০০ টাকা। অতএব যে কেউ BLACK iz IT Institute থেকে এই দুটি কোর্স করতে পারবেন মাত্র ৮০০০ হাজার টাকায়। এর বাহিরে কোন প্রকার এক্সট্রা চার্জ নেই।

ফ্রি সেমিনারে অংশগ্রহনের জন্য নিম্নের ফর্মটি ফিলাপ করুন!

অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং এর উপর দু’দিন ব্যাপি সম্পুর্ন ফ্রিতে দুটি ক্লাস হবে যা সবার জন্য উম্মুক্ত। আপনি যদি আগ্রহী হন তবে এখানে ক্লিক করে (অথবা এই লিংকে ক্লিক করুন : http://inst.black-iz.com/reg/) ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন।

SEO & Freelancing 2

 

প্যাকেজ কোর্সটিতে জয়েন করতে এখানে ক্লিক করে ফর্মটি ফিলআপ করে সাবমিট ক্লিক করুন (অথবা এই লিংকে ক্লিক করুন : http://inst.black-iz.com/reg/) ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং একটি ফ্রি ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হবে। সকল তথ্যে জন্য আমাদের ধানমন্ডী অফিসে আসতে পারেন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।

অ্যাডভান্স এসইও এবং ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং এর উপর সম্পুর্ন ফ্রি দুদিনের দুটি সেমিনারে অংশগ্রহন করতে নিম্নের ফর্মটি ফিলাপ করে সাবমিট করুন!

• অ্যাডভান্স এসইও ও আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং ফাউন্ডেসন কোর্স
• ক্লাস শুরুঃ ৬ই এপ্রিল শুক্রুবার বিকাল ৪ঃ১০ মিনিট
• আসন সংখ্যাঃ ৪৫ জন
• ব্যাচ নং ১ঃ শুক্রুবার-শনিবার বিকাল ৬ঃ৩০ মিনিট (৪ মাস)
• ব্যাচ নং ২ঃ সোম-মঙ্গল-বুধ-বৃহস্পতি বিকাল ৫ঃ১০ মিনিট (২ মাস)
ব্যাচ নং ৩ঃ সোম-মঙ্গল-বুধ-বৃহস্পতি বিকাল ১১ঃ৪০ মিনিট (২ মাস)
• রেজিস্ট্রেসন লিংকঃ Online SEO Course Registration Here!
• এসইও সম্পর্কে বিস্তারিতঃ Best Advance SEO
• ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিতঃ Freelancing & Outsoucing Course

• অফিসের ঠিকানাঃ ১নং বিল্ডিং, লেক সার্কাস (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৫)। যেকোন তথ্যের জন্য ফোন করুন ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬, ০১৬৭১৫০২৩৯৬।

অ্যাডভান্স এসইও কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
 ফ্রিল্যান্সিং কোর্সে রেজিস্ট্রেসন করতে ক্লিক করুণ! অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!

SEO & Freelancing 3

BLACK iz IT Institute এর অ্যাডভান্স এসইও কোর্সটিতে যা থাকছেঃ

• এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
• কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড।
• অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়।
• মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল।
• কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ।
• সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং।
• ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার।
• অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল।
• সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার।
• ফোরাম ফোরাম টিউনিং, ব্লগ টিউমেন্টিং।
• আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন।
• লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং।
• বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক।
• পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)।
• ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার।
• ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা।
• এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ।
• সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা।
• গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি।
• ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস।
• অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়।
• এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়।

অংশগ্রহন করুন দেশের সেরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং স্কলারশিপ প্রোগ্রামে!

কোর্সটিতে জয়েন করতে এখানে ক্লিক করে (অথবা এই লিংকে ক্লিক করুন : http://inst.black-iz.com/reg/) ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে পারেন। অনলাইনে রেজিস্ট্রাশন করার ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং দুটি সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হবে। যে কোন তথ্যের জন্য আমাদের ধানমন্ডী অফিসে আসতে পারেন অথবা ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।

SEO & Freelancing

BLACK iz IT Institute এরআউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাউন্ডেশন কোর্সটিতে যা যা থাকছেঃ

• অনলাইন মার্কেট প্লেস পরিচিতি এবং এদের মধ্যে পার্থক্য।
• ফ্রিল্যান্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে।
• ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে প্রস্তুতি নিবেন।
• কাজ করার ক্ষেত্র এবং বিভিন্ন কাজ সম্পর্কে ব্যাসিক ধারনা।
• ফটো এডিটিং এর উপর ব্যাসিক ধারনা দেওয়া হবে।
• আপনার জন্য উপযুক্ত কাজের ক্ষেত্র খুঁজে বের করা।
• মানি ট্রান্সফার পদ্ধতি ও অনলাইন ব্যাংকিং এর নিয়ম।
• কাজের জন্য অ্যাপ্লাই এবং কাজ পাওয়ার পদ্ধতি।
• প্রোফাইল ১০০% ভাগ যেভাবে সম্পন্ন করবেন।
• গুগোল এডসেন্স কি এবং এর মাধ্যমে আয়ের উপায়।
• ব্যাসিক এইচটিএমএল স্ট্রাকচার এবং বিভিন্ন এইচটিএমএল ট্যাগ।
• প্রোফাইল এর পোর্টফোলিও পেজটি যেভাবে পরিপুর্ন করবেন।
• কভার লেটার এবং ওয়ার্ক সাবমিশন করার পদ্ধতি।
• ব্লগস্পট সাইট বা নিজের ওয়েব-সাইটের মাধ্যমে যেভাবে আয় করবেন।
• এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি।
• অন-পেজ এসইও কি এবং কিভাবে করবেন।
• UpWork (odesk) ও freelancer এর বিভিন্ন অংশের পরিচিতি।
• elance এবং fivre এর উপর বিশেষ ক্লাস।
• মার্কেট প্লেসে কাজ করার শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়।

কোর্সটিতে জয়েন করতে এখানে ক্লিক করে (অথবা এই লিংকে ক্লিক করুন : http://inst.black-iz.com/reg/) ফর্মটি ফিলাপ করে সাবমিট করতে পারেন। রেজিস্ট্রেশন করার ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং দুটি সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হবে। যে কোন তথ্যের জন্য আমাদের ধানমন্ডী অফিসে আসতে পারেন অথবা ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।

ফ্রি সেমিনারে অংশগ্রহনের জন্য নিম্নের ফর্মটি ফিলাপ করুন!

ক্লাসগুলোতে অংশগ্রহন কারীদের জন্য যে যে সুবিধাগুলো থাকছেঃ

• উন্নতমানের ল্যাব ক্লাসরুমের সুবিধা আছে।
• প্রায় প্রতিটি ক্লাসের ভিডিও ক্লাস শেষে দেওয়া হবে।
• প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড শীট দেওয়া হবে।
• আলোচ্য কোর্সের উপরে একটি বই প্রদান করা হবে।
• উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
• ক্লাস নোট ফটোকপি আকারে প্রদান করা হবে।
• কোর্স পরবর্তি সময়ে সাপোর্ট দেওয়া হবে।
• স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
• শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়েছে।
• হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখানো হবে।
• প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
• ফ্রিল্যান্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।

অ্যাডভান্স এসইও কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
 ফ্রিল্যান্সিং কোর্সে রেজিস্ট্রেসন করতে ক্লিক করুণ! অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!

ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ
ভর্তির জন্য প্রত্যেককে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। অফিসের ঠিকানা: ১নং বিল্ডিং, লেক সার্কাস (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭।

 

2

অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই আর্টিকেলের নিচের ফর্মটি ফিলআপ করে সাবমিট ক্লিক করুন। রেজিস্ট্রেশন এর ৪৮ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং একটি সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হবে। সফল ভাবে অনলাইনে অ্যাপ্লাই করার পরে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮, ০১৬৭১৫০২৩৯৬।

BLACK iz IT institute যোগাযোগের ঠিকানাঃ

১নং বিল্ডিং, লেক সার্কাস (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭। ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।

আরও কিছু তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ

 

অংশগ্রহন করুন দেশের সেরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং স্কলারশিপ প্রোগ্রামে!

• BLACK iz IT institute যোগাযোগের ঠিকানাঃ

১নং বিল্ডিং, লেক সার্কাস (৩য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭। ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮

http://about.black-iz.com/images/black-iz-map-location.jpg

অনলাইনের মাধ্যেমে সফল ভাবে নির্দিস্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করলে BLACK iz IT Institute এর থেকে ফোন দেওয়া হবে এবং স্কলার্শিপ প্রোগ্রামের সকল বিষয়ে অবগত করা হবে, রেজিস্ট্রেশন করতে নিম্নের লিংকে ক্লিক করুনঃ http://www.inst.black-iz.com/regblackizitinst.html

ফ্রি সেমিনারে অংশগ্রহনের জন্য নিম্নের ফর্মটি ফিলাপ করুন!

BLACK iz IT Institutes’s Web Design Course is the another popular Web Designing Course from Bangladesh. The importance of professional web designer in Bangladesh is increasing day by day. Nowadays career of a professional web designer is a demanded caring which is clearly known to every one in Bangladesh. (See More)

The term “Graphic designing” is synonym to Visual Communication. It is the art of combining text, image, color to create a visual representation of the message. Graphic designing course teaches students to create advertisement, logos, websites, creative images, and generate many other interesting visual materials. (See More)

The concept of freelancing is relatively easy. When one decides to become a freelancer, they decide that they are going to offer their services to more than one institution or company. This means that if you want to be a freelancer, you must have some marketable skills that are in demand and that you can outsource to other entities.(See More)

Although Python is an easy to learn and powerful programming language as it is known in common parlance, there is nevertheless need of a good introduction and tutorial on the Python language. BLACK iz IT Institute’s Python Programing Course structured for them who are interested to larn a vast about Python Programing.(See More)

ফ্রি সেমিনারে অংশগ্রহনের জন্য নিম্নের ফর্মটি ফিলাপ করুন!

BLACK iz Limited এর অন্নান্য অংগ প্রতিষ্ঠানঃ

Best IT Solution and Service Provider From BangladeshBLACK iz WEBs | web development company in Bangladesh, e commerce site design in BD, website design company from Bangladesh, best web design,Best Web Designed Company Bangladesh
Software Bangladesh - Where technology Meets BuissinessInterior Design, Exterior Design, Interior Exterior, Bangladeshi Interior Design FirmAbout BLACK iz, BLACK iz Limited, Concern of BLACK iz Limited, Social Activities of BLACK iz, Mission of BLACK iz, iNEXTerior Interior & Exterior, About BLACK iz Limited, BLACK iz Happy Client's Opinions, BLACK iz Highly Dedicated Team Members, e Marketing Analyzer | SMM, SEO, BLACK iz IT Institute, 01 No. Building, MABS Coaching Center Building, Kalabagan Bus Stand, Dhanmondi, Dhaka 1207, Bangladesh DhakaThe new century represents an exciting period of change in the computer industry and the dot com world. Demand for people with the Information and technology knowledge or skills are growing at a great rate. If you want to success in the world you have to be a friend with the information and technology. BLACK iz IT Institute the bridge between you and the IT.

Related posts

Leave a Comment