কী-বোর্ডের সমস্যা ও সমাধান

@@কী-বোর্ডের সমস্যা@@
……………………………..

সমস্যা-১ : কী বোর্ডের কোন একটি বা একাধিক কী কখনও কখনও বা একেবারে কাজ করে না।
সমাধান : কী বোর্ডের নিচের কভারটি খুলে এর অভ্যনত্মরীণ কী, সার্কিট, সুইচ এবং ফিল্ম পেলেটগুলো পরিস্কার কর। বর্তমান সময়ে তৈরি অধিকাংশ কী-বোর্ডের সুইচিং ফিল্মেও কার্বন পেলেটে ময়লাজনিত কারণে কী বোর্ড কাজ করে না।
পরিস্কার কাপড় দিয়ে কী-বোর্ডের কার্বন পেলেটে আলতো করে পরিস্কার করতে হবে। বাটনের অভ্যনত্মরীণ অংশ ও কাপড় দিয়ে পরিস্কার করতে হবে । তবে এক্ষেত্রে কোন liquid ব্যবহার করা যাবে না।
সমস্যা-২ : কম্পিউটার start করলে PC:\promp বা desktop এ যাওয়ার পূর্বেই keyboard error message দেখায়।
সমাধান : ১. keyboard এর connection কম্পিউটার সাথে সঠিক জায়গায় আছে কি না পরীক্ষা করি। সাধারণত PS/2 এ keyboard এর connection এবং connection সকেট বেগুনি রঙ্গের এবং মাউস সবুজ রঙ্গের হয়ে থাকে।
২. উপরোক্ত প্রক্রিয়ায় সমাধান না হলে নতুন কী-বোর্ড দিয়ে রিপলেস করতে হবে।
সমস্যা-৩ : keyboard is locked please unlock.
সমাধান : keyboard এর lock switch টি unlock করতে হবে।
সমস্যা-৪ : keyboard controller failure.
সমাধান : ১. keyboard controller chif পরিবর্তন করতে হবে।
২.অথবা নতুন keyboard দ্বারা পরিবর্তন করতে হবে।
সমস্যা-৫ : 301 or keyboard error বা XX301
সমাধান : ১. keyboard টি lock পজিশনে থাকলে আনলক করতে হবে।
২. loose কানেকশন থাকলে টাইট করে দিতে হবে।
সমস্যা-৬ : কী-বোর্ডের একটি কী প্রেস করলে অন্য কী প্রর্দশন করে।
সমাধান : ফ্লিম plate গুলোর ময়লা পরিস্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।
সমস্যা-৭ : wireless keyboard টি কাজ করছে নাা ।
সমাধান : ১. কীবোর্ডে ব্যবহৃত ব্যাটারিগুলো পরিবর্তন করতে হবে ।
২. কম্পিউটারের কীবোর্ড সকেটে সিগন্যাল রিসিভারটি ঠিকমত লাগানো হয়েছে কি না দেখতে হবে।
৩. কীবোর্ড এর receiver এর sensor সমূহের ময়লা পরিস্কার করতে হবে । প্রয়োজনে sensor replace করতে হবে।

Related posts

Leave a Comment