যে কারনে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলায় বাংলাদেশ জিতবে!

২০১২ এশিয়া কাপের স্মৃতি কি কখনো ভুলতে পারবে এ দেশের ক্রিকেট সমর্থকেরা

যে কারনে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলায় বাংলাদেশ জিতবে

সম্প্রতি এশিয়া কাপের শুধুমাত্র প্রথম ম্যাচে এবং ফাইনালে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে। এছাড়া প্রতিটি ম্যাচই ছিল টাইগারদের অনুকূলে। তিন ম্যাচে সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকার হারিয়ে ফাইনাল উঠার স্বপ্ন পূরণ করেছিল। জয়ের ব্যবধানও ছিল খুব বেশী।  এশিয়া কাপের পার্ফর্মেন্সের  বিচারেও বাংলাদেশই এগিয়ে।   শেষকথা অবশ্য, নির্দিষ্ট দিনে মাঠের ক্রিকেটে সেরা দলটাই জিতে।

 যে দশটি কারনে বাংলাদেশ পাকিস্তানকে হারাবে (Pakistan vs Bangladesh):

* ছন্নছাড়া পাকিস্তান: বর্তমানের পাকিসতান দল বলতে গেলে ছন্নছাড়া। ফর্মের দিক থেকে বিবেচনা করলে পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে।

* ফর্মে নেই: শুধুমাত্র আমেরের বলই পাকিস্তান (Pakistan) এর একমাত্র হাতিয়ার। এছাড়া উল্লেক্ষ্য করার মত কেউই ভাল ফর্মে নেই বললেই চলে।

* তামিম ইকবাল:  তামিম ইকবাল পুত্র সন্তানের বাবা হয়েছেন। বাবা হয়ে এশিয়া কাপের শেষে আবার দলে ফিরেছেন।  শেষ দুটি ম্যাচে তামিম এর পার্ফর্মেন্স ছিল চোখে পড়ার মত।

* ম্যাচে ফিরছে নাসিরও: নাসির ফিরলে পাকিস্তানের বিপক্ষে তিন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। গত ম্যাচ গুলোতে ব্যাটিং দুর্বলতা প্রচণ্ড আকারে দেখা গেছে। এ কারণে দলের ব্যাটিং শক্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট, এমটাই জানা গেছে টিম ম্যানেজমেন্ট সূত্রে।

* এশিয়া কাপের পারফরম্যান্স: সাম্প্রতিক এশিয়া কাপের পারফরম্যান্স বিবেচনা করলে, আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশের। শেষ ম্যাচে চিতিয়েই লড়াই করেছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে লড়াইটা খুব ভাল ছিল। এছাড়াও ব্যাটিং ধারাবাহীকতায় এগিয়ে আছে বাংলাদেশই। কোন গালগল্প নয়, খোদ পাকিস্তানের অনেকেই মনে করেন এমনটি।

Related posts

Leave a Comment