প্রফেসনাল ওয়েব ডিজাইনিং কোর্সে বিশাল মুল্য ছাড়ে অংশগ্রহণ করুন

ফ্রিল্যান্সিং করতে হলে মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা থাকা জরুরি তেমনি মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ধারনা রাখেন কিন্তু আপনার কোন স্কিল নাই তা হলেও লাভ হবে না। আপনার দুটোই জানা থাকতে হবে। এই সমস্যা কে মাথায় রেখে BLACK iz IT Institute আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্স এবং অ্যাডভানস SEO কোর্সটি প্যাকেজ আকারে করার সুযোগ দিচ্ছে। সাধারনত আমাদের অ্যাডভানস SEO কোর্সটি কোর্স ফি ৮০০০ টাকা এবং আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং ফাইন্ডেসন কোর্সের ফি ৫০০০ টাকা।

বিশাল মুল্য ছাড়ে অংশগ্রহণ করুন BLACK iz IT Institute এ।  BLACK iz IT Institute কুরবানি ঈদ পরবর্তি প্রতিটি ব্যাচের প্রথম ১৫ জন কে দিচ্ছে ৫০% এর অধিক ছাড়।  এই সুযোগ গ্রহন করতে অনালাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনের রেজিস্ট্রেসন করতে এখানে ক্লিক করুন।  অনলাইনে রেজিস্ট্রেশন করতে আমাদের ওয়েব সাইট থেকে রেজিস্ট্রেসন পেজে গিয়ে নির্দিস্ট ইন্সট্রাকশন ফলো করুন এবং পরিপুর্ন ভাবে ফর্ম ফিলাপের পর সাবমিট করুন। সফল রেজিস্ট্রেসনের পর ৪৮ ঘন্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করে একটি ডেমো  ক্লাসের জন্য আমন্ত্রন করা হবে (যা সম্পুর্ন ফ্রি)।  যে কেউ ক্লাসটিতে অংশগ্রহন করে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন।

বর্তমানে আউটসোর্সিং মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথমদিকে। বাংলাদেশি তরুণেরা যেমন ঘরে বসে লাখ টাকা আয় করছেন তেমনি বহিবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন।  শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নয়, গুগোল এডসেন্সের মাধ্যমে কিংবা ইউটিউব এ ভিডিও আপলোডের মাধ্যমেও অনেকেই ভাল পরিমানে আয় করছেন।  কিন্তু নির্দিষ্ট গাইড লাইন বা পথ না জানা থাকার কারনে আমাদের দেশের অনেকেই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিংবা গুগোল এডসেন্সের মাধ্যমে আয় করতে পারছে না।   এই সমস্যার কথা মাথায় রেখেই BLACK iz IT Institute এর সকল কোর্স সাজানো হয়েছে।  ফলে BLACK iz IT Institute এ কোর্সে অংশগ্রহন করে যে কেউ অনলাইনে উন্নত মানের ক্যারিয়ার গড়তে পারেন। পাশাপাশি প্রথম ১৫ জনের জন্য থাকছে ৫০% ছাড়ের সুবিধা। অনালাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, অনলাইনের রেজিস্ট্রেসন করতে এখানে ক্লিক করুন

ক্লাসগুলোতে  অংশগ্রহনকারীদের জন্য যে যে সুবিধাগুলো থাকছেঃ

  •  উন্নতমানের ল্যাব ও ক্লাসরুমের  সুবিধা আছে।
  •  প্রায় প্রতিটি ক্লাসের ভিডিও ক্লাস শেষে দেওয়া হবে।
  •  প্রতিটি ক্লাসের সাথে কালার প্রিন্টেড শীট দেওয়া হবে।
  •  আলোচ্য কোর্সের উপরে একটি বই প্রদান করা হবে।
  •  উন্নতমানের প্রোজেক্টর সহ ক্লাস রুম।
  •  ক্লাস নোট ফটোকপি আকারে প্রদান করা হবে।
  •  কোর্স পরবর্তি সময়ে সাপোর্ট দেওয়া হবে।
  •  স্টুডেন্টদের নিয়ে ফেসবুকে আলাদা গ্রুপ রয়েছে।
  •  শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় দেখানো হয়েছে।
  •  হাতে কলমের পাশাপাশি প্র্যাক্টিকাল করে দেখান হবে।
  •  প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল, সফটওয়্যার এবং টুলস প্রদান করা হবে।
  • ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর উপর লিখা কিছু বই এর পিডিএফ কপি দেওয়া হবে।

 

ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ

ভর্তির জন্য প্রত্যতেককে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল ভাবে অনলাইনে অ্যাপ্লাই করার ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে। ৭২ ঘন্টার মধ্যে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানানো হবে। অনলাইনে রেজিস্ট্রেসনের করতে এখানে ক্লিক করুন। অথবা যেকোন তথ্যের জন্য ফোন করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮,  ০১৬৭১৫০২৩৯৬ ।

স্কলার্সিপের আওতাভুক্ত কোর্সের শুধুমাত্র প্রথম ১৫ জনের জন্য থাকছে ৫০% ছাড়ে অংশগ্রহনের সুবিধা।  অ্যাডভান্স এসইও এর ক্ষেত্রে বাধ্যতা মুলক ভাবে ফ্রিল্যন্সিং এন্ড আউটসোর্সিং কোর্সটি করতে হবে।  নিন্মে আমাদের কোর্স ফি এবং ৫০% ছাড়ে কোর্স ফি এর তালিকে দেওয়া হলঃ

প্রফেসনাল ওয়েব ডিজাইনিং

আলোচ্য টেবিলে কোর্সের ফি এর সাথে ১,০০০ টাকা রেজিস্ট্রেসন ফি রয়েছে।

অ্যাডভান্স এসইও কোর্সটিতে যে সকল বিষয়ের উপর ক্লাস নেওয়া হবে তা নিম্নে দেওয়া হল। এছাড়াও যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেনঃ ০১৯১১৭৭২৩৯৮, ০১৬১১৭৭২৩৯৮,  ০১৬৭১৫০২৩৯৬ ।

প্রফেসনাল ওয়েব ডিজাইনিং কোর্সটি করলেযা যা পারা যাবেঃ

• সাদা পেজ থেকে এইচ.টি.এম.এল কোডের মাধ্যমে সাইট তৈরি।
• সি.এস.এস. ডিজাইন এবং এডিট করা।
• Raw Code করে একটি পরপুর্ন সাইট তৈরি করা।
• জাভা, জে-কুয়ারি, বা জে-এসএস এর ব্যবহার।
• ড্রিম-ওয়াভারের মাধ্যমে ওয়েব ডিজাইন।
• টেম্পলেট/থিম কাস্টমাইজেশন এর মাধ্যমে ওয়েব ডিজাইন।
• ড্রপ-ডাউন মেনু এবং স্লাইড তৈরি করা।
• ওয়ার্ড প্রেস ইন্সটলেশন।
• ডোমেইন প্যানেল পরিচিতি।
• সি-প্যানেল এবং ওয়েব-হোস্ট ম্যানেজার কন্ট্রল।
• ওয়ার্ড-প্রেস, থিম সেট-আপ।
• ওয়ার্ড-প্রেস কাস্টমাইজেশন।
• পিকচার/ছবি ইডিটিং করা।
• ভিবিন্ন ভাষায় ওয়েব ডিজাইন করা।
• বুটস্ট্রেপ এর মাধ্যমে ওয়েব ডিজাইন।
• রেস্পন্সিভ সাইট ডিজাইন।
• স্টেটেস্টিক ওয়েব ডিজাইনিং।

BLACK iz ওয়েব ডিজাইনিং কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
 ফ্রিল্যান্সিং কোর্সে রেজিস্ট্রেসন করতে ক্লিক করুণ! অ্যাডভান্স এসইও ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে করার সুযোগ! বিশেষ মূল্য ছাড়ে ওয়েব ডিজাইনিং, ফটো এডিটিং ট্রেনিং!!

• BLACK iz IT institute যোগাযগের ঠিকানাঃ

১নং বিল্ডিং, লেক সার্কাস (২য় তলা ম্যাবস কোচিং সেন্টার) কলাবাগান, বাস স্টান্ড, ধানমন্ডি, ঢাকা ১২০৭। ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৯১৮৭৫৬২২২, ০১৭১৭৬৯৫৬৩১।

http://about.black-iz.com/images/black-iz-map-location.jpg

অনালাইনের মাধ্যেমে সফল ভাবে নির্দিস্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করলে BLACK iz IT Institute এর থেকে ফোন দেওয়া হবে এবং স্কলার্শিপ প্রোগ্রামের সকল বিষয়ে অবগত করা হবে, রেজিস্ট্রেশন করতে নিম্নের লিংকে ক্লিক করুনঃ http://www.inst.black-iz.com/regblackizitinst.html

আরও কিছু তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ

 

বিঃদ্রঃ কোর্স সম্পর্কিত এই প্রোগ্রামটি শুধুমাত্র অক্টবর মাস ২০১৫-এর জন্য প্রযোজ্য।  আলোচ্য কোর্স ফী এর সাথে  ১,০০০ টাকা রেজিস্ট্রেসন ফী রয়েছে । যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন ০১৬৭১৫০২৩৯৬, ০১৬১১৭৭২৩৯৮, ০১৯১১৭৭২৩৯৮, ০১৯৪৩৬১০০১২, ০১৭১৭৬৯৫৬৩১। ঘরে বসে অনলাইনে রেজিস্ট্রেসন করুন  http://www.inst.black-iz.com/regblackizitinst.html ।  ( আমাদের শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অভিমত দেখতে এখানে ক্লিক করুন। )

Related posts

Leave a Comment