মাইক্রোসফটের নতুন ট্যাবলেট।

নতুন ট্যাবলেট নিয়ে আসছে মাইক্রোসোফট।

মাইক্রোসফটের নতুন ট্যাবলেট। মাইক্রোসফট গ্রাহকদের জন্য সুখবর নিয়ে সফট জায়ান্ট মাইক্রোসফট আনতে যাচ্ছে তাদের নতুন ট্যাবলেট সারফেস ৩ । এটি  আগের ডিভাইসগুলোর চেয়ে ব্যয়বহুলন আর এর মূল কারণ হচ্ছে এতে রয়েছে এন্ট্রি-স্তরের ডিভাইস।

 

মাইক্রোসফটের নতুন ট্যাবলেট।
মাইক্রোসফটের নতুন ট্যাবলেট।

ইনটেলের প্রসেসর এবং উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালানো যাবে এই সারফেস৩ টিতে তবে পরবর্তীতে উইন্ডোজ ১০ ও আপগ্রেড করা যাবে এই ট্যাবটিতে। এই ডিভাইসটি মূলত ছোট এবং হালকা ডিজাইন যাদের পছন্দ তাদের খুব আকর্ষণ করবে । এই ট্যাবলেটি তার আগের মডেল সারফেস ২ এর চাইতে কিছুটা হালকা, ১.৩৭ পাউন্ড। ব্যাটারি লাইফ লাইফ ১০ ঘন্টা এই সারফেসের। ৪১৯ ব্রিটিশ পাউন্ডদামের এই সারফেস ৩ ট্যাবলেটটি মূলত ইন্টেল এটম প্রসেসর X7 সমন্বিত ৬৪ জিবি স্টোরেজ এবং ২ জিবি র‍্যাম দিয়ে এসেম্বল করা হয়েছে। তবে এই দামটি টাচস্ক্রিন পেন এবং কীবোর্ড কভার ছাড়াই আর এগুলোসহ কিনতে হলে এরজন্য লাগবে আরও ১৫৫ পাউন্ড। এখন থেকেই সারফেস ৩ এর প্রি-অর্ডার করা যাবে আর এটি বিশ্বজুড়ে বাজারজাত করা হবে ৫ মে হতে

Related posts

Leave a Comment