গুগলের দেয়া নিরাপত্তার টিপস।

গুগলের দেয়া নিরাপত্তার টিপস

গুগলের দেয়া নিরাপত্তার টিপস। বর্তমানে গুগল থেকে প্রকাশিত হয়েছে ইন্টারনেটে নিরাপদ থাকার ব্যাপারে কিছু টিপস যা বলেছেন আইবিএম, এনএসএ এবং মার্কিন মেরিন কর্পস এর প্রাক্তন কর্মকর্তা ও  গুগল ক্রোমের সিকিউরিটি ইঞ্জিনিয়ার জাস্টিন স্চুহা।

গুগলের দেয়া নিরাপত্তার টিপস
গুগল ক্রোমের সিকিউরিটি ইঞ্জিনিয়ার জাস্টিন স্চুহা যেহেতু নিরাপত্তায় রয়েছেন সেহেতু তিনিই এখন ব্রাউজার অবকাঠামোগত প্রতিরোধক ব্যবস্থার মাধ্যমে আক্রমণকারীদের থেকে ব্যবহারকারীদের নিরাপদ নিশ্চিত করার জন্য দায়িত্বেও রয়েছেন। আর তিনি এ ব্যাপারে কিছু টিপসও দিয়েছেন নিম্নে বিজনেস ইনসাইডারে দেয়া তার সহজ কিছু টিপস এখানে দেয়া হল-

১. পরিহার করতে হবে পাবলিক কম্পিউটার ব্যবহার করা হতে। আর যদি পাবলিক কম্পিউটার ব্যবহার করতেই    হয়ে  তাহলে নিশ্চিত করতে হবে আপনার যেকোনো তথ্য  যেন নিরাপতে থাকে।

২. পৃথক পৃথক পাসওয়ার্ড ব্যবহার করতে হবে বিভিন্ন সার্ভিস ব্যবহারের জন্য আর যদিও একাধিক পাসওয়ার্ড মনে রাখাটা কষ্টসাধ্য ব্যাপার।
৩. যখনই সম্ভব দুই ফ্যাক্টর প্রমাণীকরণ ব্যবহার করতে পারেন।
৪. অন্তত দুইবার চিন্তা করুন একটি নতুন প্লাগ-ইন ইনস্টল করার আগে।
৫. সবসময় আপনার ব্রাউজার রাখুন আপ টু ডেট।

Related posts

Leave a Comment