গুগল ট্রান্সলেটে সোয়া ৩ লাখ বাংলা শব্দ যোগ করে রেকর্ড গড়লো ড্যাফোডিল ইউনিভার্সিটি

11053092_10153466707512203_5520684326743522684_n

 

বাংলা ভাষা ও বাংলা তথ্যভান্ডারকে বিশ্বের কাছে পৌছে দিতে বড় ভূমিকা রাখতে পারে গুগল ট্রান্সলেট। আর গুগল ট্রান্সলেটে বাংলাকে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদেরই। সবার অংশগ্রহনে এই বিরাট কাজটি করা সম্ভব। আজ বুধবার গুগল ডেভেলপার্স গ্রুপ বাংলা (জিডিজি বাংলা) উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গুগল অনুবাদে ৯ দিনে মোট ৩ লাখ ২৪ হাজার ৯৭৪টি বাংলা শব্দ যোগ করেছেন। ২ মার্চ ‘বাংলা ট্রান্সলেশন এ-থন’ নামের এই কার্যক্রম শুরু হয়। গুগল ডেভলপার গ্রুপ বাংলার (জিডিজি বাংলা) উদ্যোগে এ আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ১০২৩ জন শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহন করে এবং ১০০ জন শিক্ষার্থীকে আজ ডিআইইউ মিলনায়তনে পুরষ্কৃত করা হয় স্মারক ও সম্মাননার মাধ্যমে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ সবুর খান অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করেন।

245

Related posts

Leave a Comment