নিষ্ঠুর আমি – ফোটোগ্রাফার নই বরং শুধুই শখেরগ্রাফার!

নিষ্ঠুর আমি - ফোটোগ্রাফার নই বরং শুধুই শখেরগ্রাফার!

নিষ্ঠুর আমি এই ছবিটার ক্যাপশন শুধুই “নিষ্ঠুর আমি” দিলাম। কারন এর চাইতে ভাল কোন ক্যাপশন আর পাচ্ছিলাম না। সময়ের গতিপ্রবাহে আমরা সকলই বড়ই নিষ্ঠুর। আবেগ-অনুভূতি, আর ভালোলাগা-ভালোবাসা কিছুই বাসতবতার গতিপ্রবাহকে ঘুরাতে পারেনা। তাই আমরা সবাই ধীরে ধীরে নিষ্ঠুর হতে বাধ্য হই, আর সেই নিষ্ঠুরতার প্রতিচ্ছবি এই চিত্রে ফুটে উঠেছে তাই অবশেষে এই ছবির ক্যাপশন দিলাম “নিষ্ঠুর আমি”। জানি ব্যাপারটা সকলের কাছে যুক্তিগত নাও মনে হতে পারে। আমি ফোটোগ্রাফার নই বরং শখেরগ্রাফার! আমি ফোটোগ্রাফার নই তারপরও মাঝে মধ্যে দু-একটা ছবি তুলতে ভাল লাগে। এই ব্লগে নিয়মিত তুলা আমার আমার কিছু ছবি…

Read More

স্বপ্নের দরজা – স্বপ্ন কোথায় বলো?

এই অ্যালবামটিতে শুধু আমার মোবাইল এবং বন্ধুদের DSLR-এ আমার তোলা এবং ইডিট করা কিছু ছবি ধারাবাহিক ভাবে আপলোড দিব । যদিও আমি ফোটোগ্রাফার নই তারপরও মাঝেমধ্যে দু-একটা ছবি তুলতে ভাল লাগে। এই অ্যালবামে থাকবে আমার তুলা কিছু ছবি। যদিও আমি ফোটোগ্রাফার নই শুধুই শখেরগ্রাফার! যদিও আমার DSLR নেই তবুও এই দুঃসাহস । খুব যে ভাল তুলতে পারি তা কিন্তু নয় তবে কেউ যদি বলেন ছবিটা খুব সুন্দর তবে শুনতে ভালই লাগে, এই আর কি। তবে খারাপ বললেও খুব বেশী কস্ট পাবনা। আপনার মতামত মন্তব্যে জানাতে পারেন। আশা করি ছবিগুলো ভাল লাগবে।

স্বপ্নের দরজা – স্বপ্ন কোথায় বলো?   স্বপ্নের দরজা সাজাই যতো, স্বপ্ন কোথায় বলো? পথের মাঝে ধুলো কুড়াও, ছড়াও অন্ধ আলো। আকাশ পানে তাকিয়ে খোঁজো, সুরের অন্তমিল- হ্রদয় মাঝে তাকিয়ে দেখো, হাজার গোঁজামিল! স্বপ্ন বলেই স্বপ্নের দরজা, যায়না যাওয়া চলে। বন্ধু তোমার দরজাটি খুজো, স্বপ্ন খোঁজার ছলে..   আমি ফোটোগ্রাফার নই বরং শখেরগ্রাফার!   আমি ফোটোগ্রাফার নই তারপরও মাঝে মধ্যে দু-একটা ছবি তুলতে ভাল লাগে। এই ব্লগে নিয়মিত তুলা আমার আমার কিছু ছবি ধারাবাহিক ভাবে আপলোড দিব। যদিও আমি একজন প্রফেশনাল ফোটোগ্রাফার নই বরং শুধুই শখেরগ্রাফার! যদিও আমার DSLR নেই…

Read More