Ebola Virus এবং বাংলাদেশ, ঠেকাতে সরকারের দায়সারা প্রস্তুতি

Ebola Virus এবং বাংলাদেশ, ঠেকাতে সরকারের দায়সারা প্রস্তুতি আমাদের আজকের প্রতিবেদন " Ebol

বিশ্বজুড়ে আতঙ্কের নাম হলেও দেশে ঢিলেঢালা নজরদারিতে দায়সারাভাবেই চলছে ‘Ebola Virus‘ ঠেকানোর প্রস্তুতি। সরকারের পক্ষ থেকে কঠোর সতর্কতার কথা বলা হলেও বাস্তবে অরক্ষিতই রয়ে গেছে দেশের বিভিন্ন প্রবেশ পথ। এতে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিনিয়ত দেশে ঢুকছে হাজারো মানুষ, যা উদ্বেগের কারণ বলে মনে করছেন অনেকে। খবর সময় টেলিভিশনের। ‘Ebola Virus‘ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন ” Ebola Virus এবং বাংলাদেশ, ঠেকাতে সরকারের দায়সারা প্রস্তুতি”।

আমাদের আজকের প্রতিবেদন " Ebola Virus এবং বাংলাদেশ, ঠেকাতে সরকারের দায়সারা প্রস্তুতি"।

আমাদের আজকের প্রতিবেদন ” Ebola Virus এবং বাংলাদেশ, ঠেকাতে সরকারের দায়সারা প্রস্তুতি”।

বিশ্বজুড়ে এখন বড় এক আতঙ্কের নাম ‘Ebola Virus‘। ঘাতক এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন চার হাজারেরও বেশি মানুষ। গত বছরের শেষের দিকে পশ্চিম আফ্রিকায় প্রাদুর্ভাব হলেও কয়েক মাসের মধ্যে জীবন নাশী ভাইরাসটি ছড়িয়ে পড়ে ইউরোপ-আমেরিকার বেশ কয়েকটি দেশে। বাদুর, বানর, শিম্পাঞ্জির মতো প্রাণি, ভাইরাসটি বহন করলেও বিস্তার ঘটছে প্রধানত মানুষের মাধ্যমে।

এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে বিমান, নৌ ও স্থলবন্দরে নজরদারি বাড়ানোর পাশাপাশি নেয়া হচ্ছে সতর্কতামূলক নানা প্রস্তুতি। বাংলাদেশেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি করা হলেও বাস্তবতা দেখা গেছে ভিন্ন। স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই প্রতিদিন দেশি-বিদেশি শত শত মানুষ ঢুকছে দেশে। তবে, বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতই কাজ করছেন তারা।

এ প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আজাদ জহিরুল ইসলাম বলেন, “সব যাত্রীকে তো চেক করবে না। যে সমস্ত দেশে Ebola Virusএর উৎপত্তি শুধু সে সমস্ত দেশ থেকে যারা আসবে তাদেরকে চেক করা হবে। তবে এখন পর্যন্ত Ebola Virusএ আক্রান্ত কাউকে পাওয়া যায় নি।”

এদিকে, বাংলাদেশে কোনো প্রাণীর দেহে Ebola Virusএর অস্তিত্ব পাওয়া যায়নি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে অনেকটাই ঝুঁকি মুক্ত দেশবাসী।

এ প্রসঙ্গে রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান বলেন, “গবেষণার ফলাফলে দেখা যাচ্ছে Ebola Virusএর যে জীবাণুটা ক্ষতির কারণ হতে পারে সে ধরনের কোনো জীবাণু আমাদের দেশে পাওয়া যায়নি। সেই হিসেবে আমরা বলতে পারি এদেশের মানুষ Ebola Virus ঝুঁকি মুক্ত।”

এছাড়া পোষা প্রাণীর বিষয়ে সতর্কতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আমাদের আজকের প্রতিবেদন " Ebola Virus এবং বাংলাদেশ, ঠেকাতে সরকারের দায়সারা প্রস্তুতি"।
আমাদের আজকের প্রতিবেদন ” Ebola Virus এবং বাংলাদেশ, ঠেকাতে সরকারের দায়সারা প্রস্তুতি”।

Related posts

Leave a Comment