খিলগাঁও-মালিবাগেও অবৈধ স্থাপনা উচ্ছেদ রেলের

মায়াবতী এবং একজন নীল

কারওয়ান বাজারের পর রাজধানীর খিলগাঁও-মালিবাগে রেল লাইনের দুই পাশের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেছে রেল

কর্তৃপক্ষ।

 

গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে দুই লাইনের মাঝে থাকা চার ব্যক্তি দুটি ট্রেনের ধাক্কায় নিহত হওয়ার পরদিন অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে রেল বিভাগ।

কারওয়ান বাজারে যে স্থানটিতে চারজন নিহত হন, সেখানে রেল লাইনের ওপর অবৈধ বাজার বসেছিল।

রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক নূরুন নবী কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল ৯টা থেকে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে

খিলগাঁও-মালিবাগ রেললাইন সংলগ্ন শতাধিক স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক ব্যবসা ও নানা অসামাজিক কাজ-কর্মের অভিযোগ আছে। তাছাড়া রেল লাইনের ওপরেই বাজার বসত বলে শিশুসহ বহু মানুষকে

ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হত।”

মালিবাগ এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামও জানান, রেললাইনের পাশে বাজার গড়ে ওঠায় প্রায়ই মালিবাগ ও খিলগাঁও রেল লাইনে মানুষ দুর্ঘটনায় পড়ত।

কমলাপুর রেলওয়ে থানার অপারেশন অফিসার রফিকুল ইসলাম জানান, তিন ঘণ্টার উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদার সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে

Related posts

Leave a Comment