কূটনীতিককে মমতার তলবের খবর ‘ভিত্তিহীন’

কূটনীতিককে মমতার তলবের খবর ‘ভিত্তিহীন’

নাশকতা চালাতে জামায়াতকে তৃণমূল কংগ্রেসের অর্থ জোগান দেওয়া নিয়ে প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশের মিশন প্রধানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তলবের খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সরকার।

[ব্লাক ইজ নিউজ মিডিয়ার নিজস্ব প্রতিবেদক মিরপুর শফিক কর্তৃক প্রকাশিত ]

শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের পরপররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “এই তথ্যের কোনো সত্যতা নেই।” তবে মন্ত্রণালয় বলেছে, কলকাতায় বাংলাদেশ কনস্যুলেটে কর্মরত ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিলেন। ১৫ সেপ্টেম্বর সেই সাক্ষাতের সময় শনিবার জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপ হাইকমিশনার আবিদা ইসলামকে ঢাকায় বদলি করে আনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটা তা বিদায়ী সাক্ষাৎ।

ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম জানায়, আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন দেখে বাংলাদেশের কূটনীতিককে তলব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়; যা পরে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও প্রচার করা হয়। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতা আহমেদ হাসান ইমরানের মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরিতে কোটি কোটি টাকা পাঠানো হয় জামায়াতে ইসলামীকে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তথ্যে এর প্রমাণ এবং ভারতের গোয়েন্দা সংস্থার তথ্যে এর সমর্থন মিলেছে বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়।

তৃণমূল বলছে, ইমরান সংখ্যালঘু বলেই তাকে জড়িয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে। এদিকে পরে আনন্দবাজারের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

Related posts

Leave a Comment