বহু দূর একা পথ চলা, রোঁদ খাট্টা ইটের শহরে বড্ড নিঃসঙ্গ আমি!

সরকার অন্যায় কাজে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে বিধায় নারায়ণগঞ্জের মতো ঘটনা ঘটানোর সাহস পেয়েছে র‍্যাব। গুম-খুনে র‌্যাবের সম্পৃক্ততা কোন বিচ্ছিন্ন ঘটনা না। তারা এখন যেভাবে বেআইনি কাজ করছে তাতে একটা সময় এটা মহামারি আকার ধারণ করবে। তাদের আচরন দিন দিন অনেকটাই রক্ষক থেকে ভক্ষকের দিকে যাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে এই অপরাধ কমে আসবে।

রাস্তার বেওয়ারিশ ধুলো কণায় খামোখাই আমার স্বপ্নগুলো অজানায় উড়ে যায়। আমি শত কষ্টে নিজেকে আগলে রাখি, তবুও ওই নিস্প্রান ধূলার চাদর আমার স্বপ্নের উপর অদৃশ্য আবরন জুড়ে দেয় ,…। ঢাকা পরে আমার সুপ্ত অনুভূতিগুলো। বড় বড় দালান আর গ্রিন রোডের বিদঘুটে জ্যাম এ অনেক টাই ক্লান্ত আমি! যখন কোথাও খোলা আকাশ খুঁজি, তখন ও গাড়িগুলোর কালো ধুঁয়ায় চোখে আবছা দেখি! ভীষণ অসহায় লাগে তখন নিজেকে।

আমার পিছনে শত শত গাড়ি হর্ন বাঁজাতে থাকে , আমি তবুও ওদের পিছু ডাকে সাড়া দেইনা। আপন মনে একাকী আমার পথে চলতে থাকি, নিজ সত্তার ডাকে কালো আঁধারের মেলায় যোগ দেই আবার পথ ধরে হাঠতে শুরু করি! জানিনা এ পথের আদও শেষ কি আছে? তবুও থাকুক না আমার এ পথে আমারই পথযাত্রা।

সংগ্রহ করেছেনঃ মোহাম্মাদ মেহেদি মেনাফা

Related posts

Leave a Comment