নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে,এই গান যেন যায় হারিয়েপ্রাণে যদি এ গানের রেশ হয়!

বহনযোগ্য অসাধারন একটি ঘড়ঃ এই ঘড়টির পছন্দ হয় কিনা? বহনযোগ্য অসাধারন এই ঘড়টির যে কোন স্থান থেকে যে কোন স্থানে মুহুর্তের মধ্যেই সরিয়ে নেওয়া সম্ভব। এটি একটি চলমান পিক-আপের উপর বানানো হয়েছে ফলে ভ্রমন পিয়াসু মানুষের জন্য এমন একটি ঘড় হতে পারে আলাদিনের চেড়াগের মতই!

 নীল আকাশের ওই দূর সীমা ছাড়িয়ে, এই গান যেন যায় হারিয়ে প্রাণে যদি এ গানের রেশ হয়,পৃথিবীটা যদি এ স্বপ্নের দেশ হয় ||

জাফলং, সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিক, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত,এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটনস্থল হিসেবে পরিচিত।

 

 

Related posts

Leave a Comment