পৃথিবীর প্রথম মোটর বাইক! – ধারাবাহিক পোস্ট

মোটর বাইক বা মোটর সাইকেলের আবিস্কারের কৃতিত্ত অনেকেরই এর কৃতিত্ত কোন একজন সুনির্দিস্ট ব্যাক্তি বা প্রতিষ্ঠান কে দলে মনে হয় ভুল হবে। তবুও পৃথিবীর প্রথম মোটর বাইক নিয়ে রয়েছে অনেক ইতিহাস আর এই ইতিহাসের বর্ননা দেওয়ার পুর্বে একটি টেবিল আঁকারে সংক্ষিপ্ত ইতিহাস ফুটিয়ে তুলে ধরলাম!

পৃথিবীর প্রথম মোটর বাইক! - ধারাবাহিক পোস্ট

মোটর বাইক আবিষ্কারের সংক্ষিপ্ত টেবিলঃ

সন মোটর বাইকের নাম চাকার পরিমান আবিস্কারক ইঞ্জিনের ধরন
১৮৬৭–১৮৬৮ Michaux-Perreaux steam velocipede ২টা Pierre Michaux
Louis-Guillaume Perreaux
স্ট্রীম ইঞ্জিন
১৮৬৬–১৮৬৮ Roper steam velocipede ২টা Sylvester Roper
স্ট্রীম ইঞ্জিন
১৮৮৪ Butler Petrol Cycle ৩ (সাথে ২টা ক্যাসটর) Edward Butler পেট্রলিয়াম (Petroleum internal-combustion)
১৮৮৬ Reitwagen ৩ (সাথে ২টা ক্যাসটর) Gottlieb Daimler
Wilhelm Maybach
পেট্রলিয়াম (Petroleum internal-combustion)
১৮৯৪ Hildebrand & Wolfmüller ২টা Heinrich Hidebrand
Wilhelm Hidebrand
Alois Wolfmüller
পেট্রলিয়াম (Petroleum internal-combustion)
এবার আসুন আমরা পৃথিবীর প্রথম বাজারজাত করন  মোটর বাইক “Hildebrand & Wolfmüller” নিয়েই আলোচনা শুরু করি!
  • পৃথিবীর প্রথম মোটর বাইকের জনকঃ   Heinrich Hidebrand, Wilhelm Hidebrand, Alois Wolfmüller
  • পৃথিবীর প্রথম মোটর বাইকের জন্মঃ  1894
  • পৃথিবীর প্রথম মোটর বাইকের নামঃ Hildebrand & Wolfmüller
  • পৃথিবীর প্রথম মোটর বাইকের স্থানঃ Coventry, England

http://images.gizmag.com/hero/1895hildebrandwolfmullermotorcycle.jpg

পৃথিবীর প্রথম মোটর বাইক Hildebrand & Wolfmüller

পৃথিবীর প্রথম সেই মোটর বাইকের সাথে বর্তমান বাইকের রয়েছে আকাশ পাতাল পার্থক্য। প্রথম দিকে মোটর বাইক তিন চাকার হলেও বর্তমানে এই মোটর বাইক দু চাকার এবং আপনি জানলে আরও বেশী অবাক হবেন যে অদূর ভবিষ্যতে এই মোটর বাইক এক চাকার হতে যাচ্ছে। যা এখন পরীক্ষা মূলক ভাবে চলছেও ভিবিন্ন দেশের রাস্তায়। বিশ্বাস না হলে দেখে নিতে পারেন এই অদ্ভুত এক চাকার মোটর বাইকের ভিডিও !

শেষ করার পুর্বে পৃথিবীর জন্ম থেকে বর্তমান পর্যন্ত তৈরি হওয়া কিছু মোটর বাইকের ছবি দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে! পরবর্তি ধারাবাহিক পোস্ট যথাক্রমে পৃথিবীর প্রথম (কম্পিউটার) মাউস,  পৃথিবীর প্রথম গাড়ি, পৃথিবীর প্রথম ট্রেন, পৃথিবীর প্রথম ডেস্কটপ কম্পিউটার পড়ার আমন্ত্রন রইল! আশা করি সে পর্যন্ত সকলেই ভাল থাকবেন!

• পৃথিবীর প্রথম মোটর সাইকেল!

আমার পার্সোনাল ওয়েবসাইট : www.mmm.black-iz.com | Muhammad Mehedi Menafa

ফেসবুকে আমিঃ www.facebook.com/mehedidamenafa | Mehedi Menafa

Related posts