পৃথিবীর প্রথম ক্যামেরা! – ধারাবাহিক পোস্ট

পৃথিবীর প্রথম ক্যামেরার জনকঃ বিজ্ঞানী নিপসে (ফরাসি বিজ্ঞানী)। পৃথিবীর প্রথম ক্যামেরার জন্মঃ ১৮২৭ সালের । পৃথিবীর প্রথম ক্যামেরার বাজারজাত হয়ঃ ১৮৩৯ সালের । পৃথিবীর প্রথম বাজারজাত কৃত ক্যামেরার দাম ছিলঃ ৪০০ ফ্রাঁঙ্ক। পৃথিবীর প্রথম ক্যামেরার প্রথম ব্যবহারঃ ১৮২৭ পৃথিবীর প্রথম ক্যামেরার ব্রান্ডঃ অ্যালফনস গিরাক্স (ফরাসি কোম্পানি)। ( পৃথিবীর প্রথম ক্যামেরা ) পৃথিবীর প্রথম ক্যামেরা নিয়ে কিছু কথাঃ পৃথিবীর প্রথম বাজারজাত কৃত ক্যামেরা ফ্রান্সের অ্যালফনস গিরাক্স বাজারে ছাড়েন এবং এর মুল্য ছিল ৪০০ ফ্রাঁঙ্ক। এই ক্যামেরা তৈরির জন্য ঐ বছর ২২ জুন গিরাক্স এবং লুই দাগুইয়ের মধ্যে একটি চুক্তি হয়৷ বিক্রির জন্য ফটো তোলার ক্যামেরা প্রথম বাজারজাত করা হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৮৩৯ সালের সেপ্টেম্বর মাসে৷ ( যুগে যুগে ক্যামেরার বিবর্তন! ) বর্তমানের ক্যামেরা আর সে দিনের ক্যামেরার মধ্যে রয়েছে আঁকাস পাতাল পার্থক্য। বর্তমানে পৃথিবীর প্রথম ক্যামেরার মূল্য দিয়ে এখন নির্ধিধায় একটা ক্যামেরার কোম্পানি দেওয়া যাবে। আর ওজনের দিক থেকে বিচার করলে মনে হয় ছোট খাটা ক্যামেরার ফ্যাক্টিরির থেকেও পৃথিবীর প্রথম ক্যামেরার চেয়েও সম্ভবত কম হবে। তবে প্রথম সব কিছুই প্রথম অর্থাৎ ইতিহাস, যেমন এই পৃথিবীর প্রথম ক্যামেরা আবিস্কারের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিয়েছে বিজ্ঞানী নিপসে! এখানেই পৃথিবীর প্রথম ক্যামেরার ইতিহাসের ইতি টানলাম। আজ ভিন্ন আর একটি বিষয় শেয়ার করছি যারা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী তাদের জন্য একটা ফেসবুক ইভেন্টের লিংক, জয়েন করতে পারেন "সপ্তাহ ব্যাপী ফ্রি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্স" এই ইভেন্টটিতে আশা করি ভাল লাগবে। আমার ফেসবুক আইডি "Mehedi Menafa"। সব শেষে অতীত এবং বর্তমানের কিছু ক্যামেরার অদ্ভুত অদ্ভুত ছবি দিলাম আশা করি ভাল লাগবে! আজকের মত এটুকুই আশা করি সামনের ধারাবাহিক পোষ্টে আবার কোন পৃথিবীর প্রথম ইতিহাশ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। পরবর্তিতে ধারাবাহিক ভাবে যে বিষয় সমুহ লিখতে যাচ্ছিঃ • পৃথিবীর প্রথম (কম্পিউটার) মাউস! • পৃথিবীর প্রথম মোটর সাইকেল! • পৃথিবীর প্রথম গাড়ি! • পৃথিবীর প্রথম ট্রেন! • পৃথিবীর প্রথম টেলিভিশন! • পৃথিবীর প্রথম ডেস্কটপ কম্পিউটার!

পৃথিবীর প্রথম ক্যামেরার জনকঃ বিজ্ঞানী নিপসে (ফরাসি বিজ্ঞানী)।
পৃথিবীর প্রথম ক্যামেরার জন্মঃ ১৮২৭ সালের ।
পৃথিবীর প্রথম ক্যামেরার বাজারজাত হয়ঃ ১৮৩৯ সালের ।
পৃথিবীর প্রথম বাজারজাত কৃত ক্যামেরার দাম ছিলঃ ৪০০ ফ্রাঁঙ্ক।
পৃথিবীর প্রথম ক্যামেরার প্রথম ব্যবহারঃ ১৮২৭
পৃথিবীর প্রথম ক্যামেরার ব্রান্ডঃ অ্যালফনস গিরাক্স (ফরাসি কোম্পানি)।

( পৃথিবীর প্রথম ক্যামেরা )

পৃথিবীর প্রথম ক্যামেরা নিয়ে কিছু কথাঃ পৃথিবীর প্রথম বাজারজাত কৃত ক্যামেরা ফ্রান্সের অ্যালফনস গিরাক্স বাজারে ছাড়েন এবং এর মুল্য ছিল ৪০০ ফ্রাঁঙ্ক। এই ক্যামেরা তৈরির জন্য ঐ বছর ২২ জুন গিরাক্স এবং লুই দাগুইয়ের মধ্যে একটি চুক্তি হয়৷ বিক্রির জন্য ফটো তোলার ক্যামেরা প্রথম বাজারজাত করা হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৮৩৯ সালের সেপ্টেম্বর মাসে৷

( যুগে যুগে ক্যামেরার বিবর্তন! )

বর্তমানের ক্যামেরা আর সে দিনের ক্যামেরার মধ্যে রয়েছে আঁকাস পাতাল পার্থক্য। বর্তমানে পৃথিবীর প্রথম ক্যামেরার মূল্য দিয়ে এখন নির্ধিধায় একটা ক্যামেরার কোম্পানি দেওয়া যাবে। আর ওজনের দিক থেকে বিচার করলে মনে হয় ছোট খাটা ক্যামেরার ফ্যাক্টিরির থেকেও পৃথিবীর প্রথম ক্যামেরার চেয়েও সম্ভবত কম হবে। তবে প্রথম সব কিছুই প্রথম অর্থাৎ ইতিহাস, যেমন এই পৃথিবীর প্রথম ক্যামেরা আবিস্কারের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিয়েছে বিজ্ঞানী নিপসে!

এখানেই পৃথিবীর প্রথম ক্যামেরার ইতিহাসের ইতি টানলাম। আজ ভিন্ন আর একটি বিষয় শেয়ার করছি যারা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী তাদের জন্য একটা ফেসবুক ইভেন্টের লিংক, জয়েন করতে পারেন “সপ্তাহ ব্যাপী ফ্রি আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কোর্স” এই ইভেন্টটিতে আশা করি ভাল লাগবে। আমার ফেসবুক আইডি “Mehedi Menafa“। সব শেষে অতীত এবং বর্তমানের কিছু ক্যামেরার অদ্ভুত অদ্ভুত ছবি দিলাম আশা করি ভাল লাগবে! আজকের মত এটুকুই আশা করি সামনের ধারাবাহিক পোষ্টে আবার কোন পৃথিবীর প্রথম ইতিহাশ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

 

 

 

পরবর্তিতে ধারাবাহিক ভাবে যে বিষয় সমুহ লিখতে যাচ্ছিঃ

• পৃথিবীর প্রথম (কম্পিউটার) মাউস!
• পৃথিবীর প্রথম মোটর সাইকেল!
• পৃথিবীর প্রথম গাড়ি!
• পৃথিবীর প্রথম ট্রেন!
• পৃথিবীর প্রথম টেলিভিশন!
• পৃথিবীর প্রথম ডেস্কটপ কম্পিউটার!

Related posts