শেষদিনের কথা আজও মনে পরে – ঐ ভয়াবহ দিনটার আজ ৪০০ দিন পুর্ন হল!

শেষদিনের কথা আজও মনে পরে, তুমি বাসায় চলে যাবে। আবার এক/দেড় মাস পরে দেখা হবে, আমি তোমাকে ট্যাকনিকাল থেকে বাসে উঠিয়ে দিতে গিয়েছিলাম। পথে দুজনের সিএনজি-তে বসে প্রায় কান্না কন্না অবস্থা। এক সময়তো তোমার কান্না শুরু হয়েই গেল কিন্তু বিশ্বাস কর অনেক কস্টে নিজের চোখের পানি আটকিয়ে রেখেছিলাম। বারবার মুখে তোমাকে শান্তনা দিলেও নিজেকে ঐদিন এক বারের জন্যও শান্তনা দিতে পারিনি। বিশ্বাস কর ইচ্ছে করছিল তোমার সাথে হারিয়ে যাই বহুদূর সামাজের সকল বাধা ভেংগে। কিন্তু পারিনি… শুধুই তোমার চলে যাওয়া দেখিছি…, আর আমি সেদিন থেকে অপেক্ষার প্রহর গূনতে শুরু করি। ভেবেছিলাম মাত্র ৩০-৪৫ দিনের মধ্যে আমাদের আবার দেখা হবে। নিজের মনকে শান্তনা দিয়েছিলাম এইতো মাত্র ৩০-৪৫ টা দিন এরই তো ব্যপার। কিন্তু কে জানতে এই অপেক্ষা যে এত দির্ঘ হবে?

 

কে জানত এই অপেক্ষার প্রহর এতটা দির্ঘ হবে? কেই বা জানত সেই যাওয়াই তোমার শেষ যাওয়া হবে? আর কেই বা জানত আমি তোমাকে ঐ দিনি শেষবারের মত দেখছি? আহ যদি জানতাম এইটাই শেষ দেখা?

 

তুমি বাড়িতে থাকার কারনে তোমার সাথে তেমন কথা হল না ১০-১২টা দিন, ভিতর থেকে যে কিভাবে পুরেছিলাম এই কটা দিন তা আমি জানি আর আল্লাহ জানে। হোস্টেলে ফিরে এলে, আজ মাথা ব্যাথা কাল পরীক্ষা করে করে তিন-চারটা দিন পার করলে। সেদিনটা থেকে ঠিক গণা ১৫টা দিন পর তুমি আমাকে এক বৃহস্পতিবার রাতে ফোন দিলে, ফোন পেয়ে খুব আনন্দ হচ্ছিল, ভেবেছিলাম আবার কবে দেখা হবে দিনটা ঠিক করব। আফসুস! ঐ পাশ থেকে যখন তুমি বললে তোমার আমাকে ভুলে যেতে হবে আমি নতুন একজনকে ভালবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম দুস্টামি করছ, খোঁদার কছম আমি বিশ্বাস করতে পারিনি একটি মুহুর্তের জন্য কিন্তু কি ভাগ্য আমার যখন ফোনটা কেটে দিয়ে নতুন মানুষটির সাথে গল্প শুরু করলে, ঘন্টার পর ঘন্টা কল ওয়েটিং দেখে দেখে অপেক্ষা করে যখন সকাল হয়ে গেল তখন আমার ঠিকি বিশ্বাস হল। কিন্তু তারপরও বিশ্বাস ছিল তোমাকে ফিরিয়ে আনতে পারব, কিন্তু নাহ আর পারিনি তোমাকে ফেরাতে। তুমি সত্যি সত্যিই আমার সৃতি হয়ে গেলে।

তুমি বাড়িতে থাকার কারনে তোমার সাথে তেমন কথা হল না ১০-১২টা দিন, ভিতর থেকে যে কিভাবে পুরেছিলাম এই কটা দিন তা আমি জানি আর আল্লাহ জানে। হোস্টেলে ফিরে এলে, আজ মাথা ব্যাথা কাল পরীক্ষা করে করে তিন-চারটা দিন পার করলে। সেদিনটা থেকে ঠিক গণা ১৫টা দিন পর তুমি আমাকে এক বৃহস্পতিবার রাতে ফোন দিলে, ফোন পেয়ে খুব আনন্দ হচ্ছিল, ভেবেছিলাম আবার কবে দেখা হবে দিনটা ঠিক করব। আফসুস! ঐ পাশ থেকে যখন তুমি বললে তোমার আমাকে ভুলে যেতে হবে আমি নতুন একজনকে ভালবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম দুস্টামি করছ, খোঁদার কছম আমি বিশ্বাস করতে পারিনি একটি মুহুর্তের জন্য কিন্তু কি ভাগ্য আমার যখন ফোনটা কেটে দিয়ে নতুন মানুষটির সাথে গল্প শুরু করলে, ঘন্টার পর ঘন্টা কল ওয়েটিং দেখে দেখে অপেক্ষা করে যখন সকাল হয়ে গেল তখন আমার ঠিকি বিশ্বাস হল। কিন্তু তারপরও বিশ্বাস ছিল তোমাকে ফিরিয়ে আনতে পারব, কিন্তু নাহ আর পারিনি তোমাকে ফেরাতে। তুমি সত্যি সত্যিই আমার সৃতি হয়ে গেলে।

 

খুব খুব খুব বেশি আফছুছ হয়, খুব খুব বেশি কস্ট হয়, খুব বেশি দুঃখ হয়। শুধু এই ভেবে, অন্তত তুমি যদি আমার বিশ্বাস নিয়ে এভাবে না খেলতে তবে কি তোমার খুব বেশী ক্ষতি হয়ে যেত। যদি তুমি এভাবে ধোঁকা দিয়ে আমার বিশ্বাস না ভাংলে এমন কি ক্ষতি হত তোমার?

 

ঐ ভয়াবহ রাতটার আজ প্রায় ৪০০ দিন পুর্ন হল! কিন্তু আফসুস একটাই আজও আমি লক্ষ-কোটি প্রশ্নের উত্তর খুঁজে মরি। আর অপেক্ষায় থাকি। কিছুতেই নিজেকে বুজাতে পারিনি কি অপরাধ ছিল আমার? কিছুতেই উত্তর খুঁজে পাইনি কিভাবে এত সহজেই পারলে দির্ঘ চারটা বছরের ভালবাসার সম্পর্ক ভুলে যেতে মাত্র এক দিনে? অদ্ভুত পৃথিবীর অদ্ভুত মানুষ তুমি? আমার দেখা পৃথিবীর স্রেস্ট মানুষ ছিলে তুমি, আবার সেই তুমিই আমার দেখা সবচেয়ে ভয়ানক-হিংস্র মানুষ! তবু আজও আমি শুধুই তোমার জন্য শত মাইল পারি দেই, তোমার বিপদ দেখে চিৎকার করে নিংশব্দে কাঁদি! জানি না ভাল থাকবে কিনা আশা করি ভাল থাক যদিও লোকমুখে শুনেছি খুব বেশী ভাল আছ যেন তাই থাক। তবে......... ।

ঐ ভয়াবহ রাতটার আজ প্রায় ৪০০ দিন পুর্ন হল! কিন্তু আফসুস একটাই আজও আমি লক্ষ-কোটি প্রশ্নের উত্তর খুঁজে মরি। আর অপেক্ষায় থাকি। কিছুতেই নিজেকে বুজাতে পারিনি কি অপরাধ ছিল আমার? কিছুতেই উত্তর খুঁজে পাইনি কিভাবে এত সহজেই পারলে দির্ঘ চারটা বছরের ভালবাসার সম্পর্ক ভুলে যেতে মাত্র এক দিনে? অদ্ভুত পৃথিবীর অদ্ভুত মানুষ তুমি? আমার দেখা পৃথিবীর স্রেস্ট মানুষ ছিলে তুমি, আবার সেই তুমিই আমার দেখা সবচেয়ে ভয়ানক-হিংস্র মানুষ! তবু আজও আমি শুধুই তোমার জন্য শত মাইল পারি দেই, তোমার বিপদ দেখে চিৎকার করে নিংশব্দে কাঁদি! জানি না ভাল থাকবে কিনা আশা করি ভাল থাক যদিও লোকমুখে শুনেছি খুব বেশী ভাল আছ যেন তাই থাক। তবে……… ।

 

একদিন আমার কাছে তোমার “মূল্য” ছিল অনেক বেশি…, সেদিন তুমি আমায় “মূল্যহীন” ভেবে অনেক অবহেলা করেছিলে…,

একদিন তোমার কাছে অন্য কেউ হবে অনেক “মূল্যবান “…, সে দিন তুমি হবে তার কাছে “মূল্যহীন” স্বীকার হবে হাজারও অবহেলার…,

সে দিন আশা করি বুঝবে “মূল্যহীনতার” ব্যথা কত বেদনার, কত কস্টের ছিল…,

 

পার্সনাল সাইটঃ www.menafa.tk । Muhammad Mehedi Menafa
ফেসবুক এ আমিঃ fb.com/mehedidamenafa । Mehedi Menafa
ব্লগস্পট সাইটঃ mehed3.blogspot.com । Mehedi Menafa’s Blog

Related posts