অজৈব পলিমারের গুরুত্ব

কার্বন বাদেও অন্যান্য পরমানু যে বিশাল শিকল গঠন করতে পারে এটি এখন আর অজানা নয়। এরূপ শিকল সংবলিত অনুগুলিই অজৈব পলিমার । অধিকাংশ অজৈব পলিমারের মূল শিকলটি অবশ্য একাধিক ভিন্ন পরমানু দিয়ে গঠিত হয়। অজৈব পলিমার পদার্থগুলির সুবিধাজনক ভৌত এবং রাসায়নিক ধর্মের কারণে এগুলি চিকিৎসা, কৃষি, ইলেকট্রনিক্স এবং অপটোইলেকট্রনিক্স যন্ত্রপাতি, মহাকাশযানের বিভিন্ন যন্ত্রাংশ এবং আরো অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং নতুন নতুন ক্ষেত্রে প্রয়োগের জন্য বিবেচিত হচ্ছে।

Read More