অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের কাজ

বাংলাদেশে বিরোধী দলের জন্য একটা আইন করা দরকার। আইনে থাকবে কোনও দল বিরোধী দলে গেলে রাজনৈতিকভাবে কি কি করতে পারবে, কি কি কর্মসূচী কতদিন ধরে দিতে পারবে, কোনও কর্মসূচী দিলেও সেটার নির্দিষ্ট মেয়াদ থাকবে, বছরে কোন কর্মসূচী কয়বার কতদিন দিতে পারবে তার সংখ্যা নির্দিষ্ট করা থাকবে ইত্যাদি ইত্যাদি……

তাহলে মনে হয় কিছুটা করে হলেও জনগণ স্বস্তি-শান্তি পাবে। কোন এক নির্দিষ্ট সময় পর জনগণ নিশ্চিন্তে বাইরে বের হতে পারবে, কাজ করতে পারবে।

বাংলাদেশে যেমন কারনে অকারনে আইন প্রণয়ন করা হয় তেমনি আইন ভাঙ্গাও হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে অনেক অনেক আইন প্রণয়ন করেছে। কিন্তু এই সব আইনের বেশীর ভাগ আইনেরই কোন প্রয়োগ নেই। আইন শুধুমাত্র প্রনয়নের পর্যন্তই সীমাবদ্ধ।

তবে আমার মনে হয় এই আইনটা যদি করা হয় তাহলে যে দলই সরকারে থাকুক সে খুব ভালভাবেই এই আইন টা প্রয়োগ করবে যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে এবং এই আইন প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ আইন প্রয়োগের এক দৃষ্টান্তমূলক ইতিহাসের সূচনা করবে।

ব্যাপারটা সংবিধানেও অন্তর্ভুক্ত করা যায়। কি বলেন আপনারা ? কারন বাংলাদেশের সরকার তো চাইলেই নিজের ইচ্ছা বা সুবিধা মতো সংবিধান পরিবর্তন করতে পারে।

বাংলাদেশের জন্য একটা প্রবাদ খুব ভালোভাবেই যায়, “ Nothing is Impossible.”

অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের কাজ………………

 

আমার ফেসবুক আইডি

Related posts