BLACK iz ওয়েব ডিজাইনিং

এসইও কিঃ একদম সহজ ভাষায় এসইও এর অপর নাম হচ্ছে অনলাইন প্রচার। তবে এই প্রচারটি যখন অনলাইনে নির্দিস্ট কিছু টেকনিক এবং নিয়মের মাধ্যমে করা হয় তখন এর ভাল ফলাফল পাওয়া যায়। "কী-ওয়ার্ডের উপর বেছ করে ভিবিন্ন নিয়ম অবম্বন করে একটি ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিয়ে আসার পক্রিয়া কেই এসইও বলতে পারি।" বর্তমান বিশ্বে প্রতিদিন জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ নতুন নতুন ওয়েব-সাইট। সাথে সাথে এদের মাঝে সৃষ্টি হচ্ছে একটা অদৃশ্য লড়াই। গুগুলে বা অন্নান্য সার্চ ইঞ্জিনে উপরের দিকে নিজের সাইট কে উঠিয়ে আনার লড়াই। আর এই লড়াই এ জিততে প্রতিটি সাইটের মালিক নিজে অথবা এক বা একাধিক এসইও এক্সপার্ট এর মাধ্যমে প্রতিনিয়তই এসইও করে যাচ্ছে। কেন শিখবেন এসইওঃ অনলাইন মার্কেট প্লেসে যতগুলা কাজ রয়েছে তার মধ্যে এই SEO এর মাধ্যমেই বাংলাদেশের ফ্রিলেন্সাররা সবচেয়ে বেশি আয় করেছে। আরও মজার হচ্ছে অনলাইন জুরে শুধুমাত্র SEO এর কাজই ৬৫% থেকে ৭০%। তাই অনলাইন মার্কেট নিয়ে এসইও-এর ব্যাপারে আশা করি এর বেশী কিছুই বলার প্রয়োজন নেই। বাংলাদেশ বা লোকাল মার্কেটেও রয়েছে এসইও এক্সপার্ট এর চাহিদা। শুধু তাই নয় এই চাহিদা দিগুন-তিনগুন আকারে বারছে। এসইও শিখতে কি প্রয়োজনঃ আপনিও হয়ে উঠতে পারেন একজন আদর্শ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাডইজার বা SEO এক্সপার্ট। এস.ই.ও. এক্সপার্ট হতে আপনার কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুই প্রয়োজন গাইড লাইন আর ধারাবাহিক প্রচেস্টা। BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে যা থাকবেঃ এসইও কি, এসইও কতপ্রকার ও কি কি। কী ওয়ার্ড রিসার্চ, কিভাবে বের করবেন ফোকাস কী-ওয়ার্ড। অন পেজ অপটিমাইজেশন এর সকল খুঁটিনাটি বিষয়। মেটা ট্যাগ এক্সপেরিমেন্ট, টাইটেল। কন্টেন্ট রাইটিং মেথর্ড, কী-ওয়ার্ড রিসার্চ, সাইট ম্যাপ। সার্চ ইঞ্জিন উপযোগী সাইট মেকিং ওয়েবসাইটের লিংক স্ট্রাকচার। অফ পেজ এর বিভিন্ন কলাকৌশল। সকল প্রয়োজনীয় টুলস (গুগল এনালাইটিক্স, ওয়েবমাস্টার) এর ব্যবহার। ফোরাম ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং। আর.এস.এস সাবমিশন, প্রেস রিলিজ সাবমিশন, ডিরেক্টরি সাবমিশন। লিংক হুইল, গেস্ট ব্লগিং, আর্টিকেল মার্কেটিং। বেস্ট ব্যাকলিংক ফাইন্ডিং টেকনিক। পীড়ামিড লিংক (সদ্য আবিষ্কৃত SEO টেকনিক!)। ওয়ার্ডপ্রেস ও ব্লগার ওয়েবসাইট এর সকল এসইও প্লাগিন এর ব্যবহার। ভিবন্ন ওয়েব অ্যানালাইজার সেট-আপ এবং মেইনটেন করা। এসইও টাইটেল ট্যাগ, এসইও মেটাট্যাগ, এসইও এংকরট্যাগ। সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটের URL রেজিট্রেশন করা। গুগল ওয়েবমাস্টার টুলস বানানো এবং এর ব্যবহার পদ্ধতি । ইমেজ/ছবি, ভিডিও বা অডিও সার্চের জন্য আলাদা SEO টিপস। অ্যালেক্সা টুলবার, লিংক, র‍্যাংক সহ ইত্যাদি বিষয়। Odesk, freelancer, Elance-এর উপর বিশেষ ক্লাশ। এসইও রিলেটেড অন্নান্য কিছু বিষয়। কোর্সটিতে অংশগ্রহনকারী দের জন্য আরও যা যা থাকছেঃ নিম্নের সুযোগ সুবিধাগুলো সীমিত, এই সকল শুবিধা শুধুমাত্র প্রথম ব্যাচ বা প্রথম ৩০ জনের জন্য সম্পুর্ন ফ্রি-তে দেওয়া হবে। পরবর্তি সকলকে এর নির্দিস্ট মুল্য পরিশোধ করে নিতে হবে।1 বইঃ SEO এর উপর লিখা আমাদের নিজেদের একটি বই "Advanced Web Matrices, the art of SEO"। (মুল্য ১২০টাকা) ভিডিও ডিভিডিঃ ভিবিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা আমাদের ১০০+ ভিডিও এবং সকল ভিডিও সম্পুর্ন বাংলা ভাষায়। এতে আরও রয়েছে SEO এর শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাবতীয় বিষয় এবং প্রত্যেকটি কাজই হাতে কলমে করে দেখানো হয়েছে। (মুল্যঃ ১০০টাকা) অন্নান্যঃ প্রাকটিস করার জন্য প্রয়োজনীয় সোর্স ফাইল। প্রয়োজনীয় সকল সফটওয়্যার এবং কিছু বাংলা পিডিএফ বই। ভর্তি সংক্রান্ত নিয়ম এবং কিছু তথ্যঃ আমাদের এসইও কোর্সটির ফী ৫,০০০ টাকা এবং রেজস্ট্রেসন ফী ১,০০০ টাকা। বর্তমানে আমরা আমাদের এসইও কোর্সটি দু-মাসের জন্য ফ্রি করা হয়েছে। অর্থাৎ যে কেঊ মাত্র ১,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অংশগ্রহন করতে পারে। প্রত্যতেক কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে নির্দিষ্ট ফর্ম ফিলাপের মাধ্যমে, সফল রেজিস্ট্রেশন এর ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে সময়, স্থান, কোর্স শিডিউল সহ সকল তথ্য জানান হবে। প্রথম দিন ক্লাশে অংশগ্রহনের সময় ১,০০০ রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহন করতে হবে। BLACK iz এসইও এক্সপার্ট সম্পর্কে আরও কিছু তথ্যঃ মোট ক্লাস সংখ্যা ১৪-১৮টি। (১.৫-২ মাস) প্রতি শুক্রবার-শনিবার ক্লাস। মোট আসন সংখ্যা ৩০ জন। স্থান (ধানমন্ডি ৮ নং) কলাবাগান বাসস্টান্ড, MABS ভবনের ২য় তলা BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

বর্তমান যুগের অন্যতম সৃজনশীল পেশার নাম হচ্ছে ওয়েব ডিজাইনিং। ওয়েব দুনিয়ায় শত শত ওয়েবসাইট এবং নানান রকম ডিজাইনের মাধ্যমে নিজ নিজ সৃজনশীলতার পরিচয় তুলে ধরছে আজ প্রফেশনাল ওয়েব ডিজাইনাররা। আপনি যদি সৃজনশীল কিছু করতে চান বা সৃজনশীল কাজ অনলাইন থেকে রেজিস্টার করুন!

করতে বেশি ভালবাসেন তবে ওয়েব ডিজাইনিং হবে আপনার জন্য সর্ব উত্তম পেশা। BLACK iz ওয়েব ডিজাইনিং কোর্সে

ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র:

একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনারের কাজের ক্ষেত্র অনেক বিস্তৃত। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ওয়েব ডিজাইনার হিসাবে চাকুরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিংও করার সুযোগ রয়েছে।
Untitasdadsadsadsled

BLACK iz ওয়েব ডিজাইনিং কোর্সটি করলে যা পারা যাবেঃ

  • সাদা পেজ থেকে এইচ.টি.এম.এল কোডের মাধ্যমে সাইট তৈরি।
  • সি.এস.এস. ডিজাইন এবং এডিট করা।
  • জাভা, জে-কুয়ারি, বা জে-এসএস এর ব্যবহার।
  • ড্রিম-ওয়াভারের মাধ্যমে সাইট ডিজাইন।
  • টেম্পলেট/থিম এডিটিং এবং ডিজাইনিং।
  • ড্রপ-ডাউন মেনু এবং স্লাইড তৈরি করা।
  • বিভিন্ন প্রকার সিএমএস সেটাআপ/ইন্সটল।
  • ডোমেইন প্যানেল পরিচিতি।
  • সি-প্যানেল এবং ওয়েব-হোস্ট ম্যানেজার কন্ট্রল।
  • ওয়ার্ড-প্রেস, থিম সেট-আপ।
  • ওয়ার্ড-প্রেস কাস্টমাইজেশন।
  • পিকচার/ছবি ইডিটিং করা।
  • ভিবিন্ন ভাষায় ওয়েব-সাইট রুপান্তর করা।

ওয়েব ডিজাইনিং-এ অংশগ্রহণকারীরা সাথে যা যা পাচ্ছেনঃ

  • প্রতিদিনের লেকচার সীট। (সম্পুর্ন ফ্রী)
  • কিছু ভিডিও টিউটিরিয়াল। (পেন ড্রাইভে)
  • রিয়াল প্রজেক্টে অংশগ্রহণের সুবিধা।

রেজিস্ট্রেশন এবং প্রশিক্ষণ ফিঃ

আমরা প্রতি দু’মাস পর পরই নতুন ব্যাচ শুরু করি। কোর্সের মোট সময় তিন মাস দু’মাসের তাত্বিক প্রশিক্ষণ এবং এক মাসের রিয়েল লাইফ প্রজেক্ট সহ। মোট প্রশিক্ষন ফি: ৭,০০০ টাকা। “BLACK iz প্রফেশনাল ওয়েব ডিজাইনার” কোর্সটিতে অংশগ্রহণ করতে ইচ্চুক ব্যাক্তিদের অনালাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি সহ মোট ৭,০০০ টাকা। এককালীন যারা ৭,০০০ টাকা না দিতে পারবে তাদের জন্য তিন ইন্সটল মেন্টে দেওয়ার সুবিধা দেওয়া হবে। প্রথম কিস্তিতে ৩,০০০ টাকা এবং পরবর্তি দুই মাসে ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা দিতে হবে।

Related posts