মাত্র ২০০ টাকায় BLACK iz ফটো এডেটিং কোর্স

মাত্র ১০০০ টাকা

BLACK iz ফটো এডেটিং কোর্স মাত্র ২০০ টাকায়। অনলাইনে রেজিস্ট্রেশন করে ভর্তির সময় মাত্র ২০০ টাকার মাধ্যমে যে কেউ অংশগ্রহণ করতে পারবে। আমাদের এই ফটো এডেটিং কোর্সের আওতায় অ্যাডোবি ফটোসপ কিংবা অ্যাডোবি ইলেস্টেটরের এর তেমন কোন কাজ শিখানো হবে না। বরং বেসিক ফটো ইডেটিং এর উপর সকল ধারনা দেওয়া হবে। আমাদের ফটো ইডেটিং কোর্সটি মাত্র ৪ থেকে ৫ দিনের। ক্লাস হবে শুধুমাত্র শুক্রুবার এবং শনিবার।

আমাদের ফটো এইডেটিং কোর্সটির মাধ্যমে যা যা শিখতে পারবেন তা নিম্নে দেওয়া হলঃ

  • সকল ফটো বা ইমেজ ফর্মেটের উপর মূল ধারানা।
  • ট্রান্সপারেন্ট ইমেজ কি? কিভাবে তৌরি করবেন।
  • অ্যানিমেটেড ইমেজ কি? কিভাবে তৌরি করবেন।
  • সাধারন ইমেজ ফর্মেটের উপর ধারনা।
  • ওয়াটার মার্ক কিভাবে বানাবেন এবং ব্যবহার করবেন।

ফটো ইডেটিং এর উপর মূল বিষয় সমুহ

  • রিসাইজ, ক্রপ, ইমেজের সাইজ ছোট করা।
  • ফেড করা, ডাবল-ত্রিপল ইমেজ বানান।
  • ফটো স্কেপ সফটওয়ারের সম্পুর্ন ব্যবহার।

সোশ্যাল সাইটের সকল ফটো বানান

  • ফেসবুক কাভার ফটো, ফেসবুক প্রফাইল ফটো।

ওয়েব-সাইটের ব্যানার তৈরি করা

  • ওয়েব-সাইটের অ্যানিমেটেড অ্যাড বানান।
  • ভিবিন্ন সাইজের ছবি বানান।

ছবি তুলার গুরুত্ব পুর্ন এবং মজার কিছু নিয়ম

  • কোন প্রকার ইফেক্ট ছারা ডাবল অবজেক্ট তৈরি করা

BLACK iz ফটো ইডেটিং কোর্সটি শুধুমাত্র ব্যাসিক বা বেগিনারদের জন্য। এতে কোন অ্যাডোবি ফটোসপ কিংবা অ্যাডোবি ইলেস্টেটরের মূল কোন ইফেক্ট শিখান হবে না। মোট মাত্র ৪ থেকে ৫ দিনের ক্লাসে উল্লেক্ষিত সকল বিষয়ে আলোচনা করা হবে।

BLACK iz এসইও এক্সপার্ট কোর্সটিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

BLACK iz ফটো ইডেটিং অনলাইনে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

Related posts