রুটি সোনা হতে দামি, প্রবাদ বাক্য, জানা-অজানা

রুটি সোনা হতে দামি
সংগ্রহে: মুহাম্মদ আলি
কবি বলেন, বসরার স্বর্ণকার দলের এক ব্যক্তিকে দেখেছিলাম তিনি বর্ণনা করছিলেন, একটা মরু ভূমির মাঝে আমি পথহারিয়ে ফেলেছিলাম। সঙ্গে খাদ্য পানীয় কিছুই ছিলনা। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে অবশ্যম্ভাবী মৃত্যুর প্রহর গুণছিলাম। হঠাৎ দেখতেপেলাম সেই জনহীন মরুভূমির মাঝে একটা ভরা থলে পড়ে আছে। মন আনন্দে ভরে উঠল। সেই খুশি আনন্দের কথা জীবনে ভুলতে পারবনা। মনে করেছিলাম গমের রুটি। কিন্তু দুর্ভাগ্য! থলে খুলে দেখি, তাতে মূল্যবান শ্বেত মর্মর পাথর। হতাশায় একেবারে মুষড়ে পড়লাম।
এমনিভাবে এক গরীব বেচারা বিশাল মরূপ্রান্তরে একাকী পথ হাড়িয়ে ফেলছিল। সঙ্গে খাদ্যদ্রব্য কিছুই ছিলনা। পায়েও হাঁটার শক্তি ছিলনা। এদিক ওদিক সে অনেক খোজাখুঁিজ করল। কিন্তু পথের সন্ধান পেলনা। তাঁর কাছে কিছু পয়সাকড়ি ছিল। মুদ্রায় ক্ষুধা তৃষ্ণা মেটে না। অবশেষে সে প্রাণ হারাল। কিছুক্ষণ পড়ে সেই পথ দিয়ে আর একদল পথিক যাচ্চিল। তারা দেখতে পেল একটা লোক মৃত্যু অবস্থায় পড়ে আছে। তাঁর সামনে কয়েকটা মুদ্রা। আর বালির ওপর আঙ্গুল দিয়ে লেখা রয়েছে-
‘‘ খাদ্যভাবে যদি পড়ে কেউ মৃত্যুগ্রাসে
টাকা পয়সা তার কোন কাজে নাহি আসে।
মরু মাঝে নিরূপায় ক্ষুধার্ত বেচারা সোনা হতে দামী তার রুটির টুকরা।
উপদেশঃ মানুষের জীবন পরিচালনার জন্য যখন যা প্রয়োজন তা না হলে মানব জীবন হয় দুর্বীসহ। যখন খাদ্য প্রয়োজন তখন মুদ্রার দ্বারা কাজ হয় না। আর যখন অর্থের প্রয়োজন তখন খাদ্যবস্তু দ্বারা উপকার হয় না। ক্ষেত্র বিশেষ যা প্রয়োজন তাই দরকার। (শেখ সাদীর ১০০ গল্প:১৫)

প্রবাদ বাক্য
মাহবুবা মীম
১. আসিয়াছি পৃথিবীতে
থাকবনা কেহ
মাটির সংজ্ঞে মিশে যাবে
এই সুন্দর দেহ।
২. মাদরাসাতে পড়ে আমি
কিতাব করি ভাঁজ
সবার জন্য করি দোয়া
পড়িয়া নামাজ
৩. আপন ভাবিয়া কাহারো কাছে বেচিওনা মন
সেও হতে পারে একদিন তোমার দুশমন।

জানা-অজানা
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ও সংসদ নির্বাচন
* ১৯৬৪-৬৫ আর্থিক বছরে ঢাকার শেরে বাংলা নগরে
২১৫ একর জমির উপর ১৯৭ কোটি টাকা ব্যয়ে
জাতীয় সংসদ ভবন নির্মাণ করা হয়।
* ৯ তলা বিশিষ্ট ১৫৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতা সম্পন্ন এই ভবনের
স্থপতি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক লুই আই ক্যান।
* সংসদ কক্ষে সদস্যদের জন্য ৩৫৪টি, অতিথিদের জন্য
৫৬টি, কর্মকর্তাদের জন্য ৪১টি, সাংবাদিকদের জন্য
৮০টি ও দর্শকদের জন্য ৪৩০টি আসন রয়েছে।
* ১৯৮২ সালের ২৮ ফেব্রুয়ারী তৎকালীন রাষ্ট্রপতি
বিচারপতি আবদুস সাত্তার সংসদ ভবন উদ্বোধন করেন।
* জাতীয় সংসদের প্রতীক হল শাপলা এবং ইংরেজি
নাম ঐড়ঁংব ড়ভ ঃযব ঘধঃরড়হ.
* ৭ মার্চ ১৯৭৩ বুধবার প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়।
* দ্বিতীয় সংসদ নির্বাচন হয় ১৮ ফেব্রুয়ারী ১৯৭৯ সালে।
* তৃতীয় সংসদ নির্বাচন হয় ৮ মে ১৯৮৬ সালে।
* চতুর্থ সংসদ নির্বাচন হয় ৩ মার্চ ১৯৮৮ সালে।
* পঞ্চম সংসদ নির্বাচন হয় ২৭ ফেব্রুয়ারী ১৯৯১ সালে।
* ষষ্ঠ সংসদ নির্বাচন হয় ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালে।
এর মেয়াদ ছিল মাত্র ১১ দিন।
* সপ্তম সংসদ নির্বাচন হয় ১২ জুন ১৯৯৬ সালে।
* অষ্টম সংসদ নির্বাচন হয় ১ অক্টোবর ২০০১ সালে।
* নবম সংসদ নির্বাচন হয় ২৯ ডিসেম্বর ২০০৮।
সংগ্রহে ঃ মাহদী হাসান (শাকিব)

বিশ্বের দীর্ঘতম সড়ক
বিশ্বের দীর্ঘতম সড়কটি অবস্থিত কানাডার টরেন্টোতে। টরেন্টোর ঙহঃধৎরড় লেক থেকে রাস্তাটি খধশব ঝরসপড়ব পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। সড়কটির মোট দৈর্ঘ্য ১৮৯৬ কিলোমিটার। সর্বমোট ৪০১টি হাইওয়ে এসে প্রধান এই সড়কটির সাথে মিশেছে।

বিশ্বের সবচেয়ে চওড়া সড়ক
বিশ্বের সবচেয়ে প্রশস্ত রাস্তাটি রয়েছে আর্জেন্টিনার ইঁবহড়ং অরৎবং শহরে। আবহরফধ ৯ ফব ঔঁষরড় অর্থাৎ ৯ জুলাই দেশটি স্বাধীনতা লাভ করেছিল। তাই স্বাধীনতার স্মৃতিস্বরূপ সড়কটির নামকরণ করা হয়। এই এভিনিউতে প্রতি পাশে সাতটি করে লেন রয়েছে। প্রতি দিকের রাস্তা চওড়ায় ১১০ মিটার। সড়কটি তৈরির উদ্যোগ অনেক আগে নেওয়া হলেও বছরের পর বছর ধরে বিভিন্নভাবে সংস্কারের মাধ্যমে ১৯৮০ সালে সম্পূর্ণরূপে নির্মাণ কাজ সম্পন্ন হয়।
সংগ্রহে: মাকছুদা  আক্তার (কাফেলা-৩৯)

সাধারণ জ্ঞান
হাঁচি দেয়ার সময় মানুষের হার্টবিট বন্ধ থাকে।
পাইন ট্রি গাছের শিকড় ৩০ মাইল পর্যন্ত লম্বা হতে পারে।
গড়ে একজন মানুষ জীবিতকালের দুই বছর ফোন করে কাটায়।
অটিস্টিক রোগীদের প্রায় ৬৫% বাহাতি।
শুধু মাত্র একটি মাত্র খাবার  রয়েছে পৃথিবীতে যেটি পঁচে  যায় না। বলুন তো সেটি কী? উত্তর: মধু।
মৃত্যু কার্যকর করার ইলেকট্রিক চেয়ারের আবিষ্কারক একজন দন্তচিতিৎসক।
কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।
মশারা নীল রঙ্গের প্রতি দুর্বল। ঘরের বাতি নীল রঙ্গের হলে মশার সংখ্যা বেড়ে যাবে।                                             সালমা আক্তার

দেহ ও শরীর জ্ঞান
মানুষের হার্ট এমন চাপ সৃষ্টি করে যে মানুষের বুকের রক্ত ৩০ফুট দূরে পর্যন্ত যেতে পারে।
একজন মানুষ যখন মারা যায় তখন শ্রবনেন্দ্রিয় সবশেষে নিষ্ক্রয় হয়। সর্ব প্রথম নিষ্ক্রিয় হয় দৃষ্টিশক্তি। এরপর নিষ্টিক্রয় হয় যথাক্রমে স্বাদ, গন্ধ ও স্পর্শেন্দ্রিয়।
একটি মৃতদেহ মাটির তুলনায় পানিতে চার গুণ বেশি তাড়াতারি পঁচে।
যুক্তরাষ্ট্রে বিষপান হচ্ছে ৪র্থ বৃহত্তম কারণ, যাতে শিশুরা বেশি মারা যায়।
একজন মানুষের শিরচ্ছেদ হওয়ার ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত মস্তিস্কের চেতনা থাকে।
সংগ্রহে: হাফেজ আলী আজগর (কাফেলা-০১৮)

রকমারী চিকিৎসা
আপনার কী চুল পড়ে? সমাধান দিচ্ছি, কাঁচা আমলকি বেটে রস প্রতিদিন চুলে লাগালে দু-তিন ঘন্টা রেখে দিতে হবে। এভাবে একমাস মাখলে তাড়াতাড়ি চুল পরা বন্ধ হবে।
কাঁচা বা শুকনো আমলকি বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে।
আমলকি, হরতকী, বহেড়া এর শুকনো ফল একত্রে রাত্রে ভিজিয়ে রেখে সকালে ছেকে শরবত হিসাবে খেলে পেটের পীড়া ভালো হয়।
মোছাঃ উম্মে হাবিবা (কাফেলা-০৭)

Related posts

Leave a Comment