রাসূলুল্লাহ [সা] এর খেদমতে নারীর জিজ্ঞাসা ।।

হযরত আসমা [রাযি] বলেন, আমার আম্মা মদীনা শরীফে আমার নিকট এলেন। তিনি তখন মুশরিক ছিলেন। ঐ সময় মক্কার মুশরিকদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সন্ধি ছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, “আমার আম্মা আমার নিকট এসেছেন এবং তিনি ইসলাম থেকে বিমুখ।[এখন আমি তার সাথে কেমন আচরণ করব?]” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু…

আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তুমি মায়ের সাথে সুসম্পর্কের পরিচয় দাও।” {সহীহ বুখারী ২/৮৮৪}

~~ জিজ্ঞাসা থেকেই বোঝা যায়, তাওহীদ ও শিরকের বিষয়ে মায়ের সাথেও যে আপোস করা যায় না এটা তাঁর সামনে পরিষ্কার ছিল। তবে সাধারণ আচরণের ক্ষেত্রে সন্তানের করণীয় কী তা জিজ্ঞাসা করেছেন। তাঁর জিজ্ঞাসার জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচারের আদেশ করেছেন।

Related posts

One Thought to “রাসূলুল্লাহ [সা] এর খেদমতে নারীর জিজ্ঞাসা ।।

  1. ইকবাল মাহামুদ

    ধন্যবাদ লেখককে, আজ নতুন কিছু জানতে পারলাম…

Leave a Comment