রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন-হে যুবক সম্প্রদায়! তোমাদের মাঝে যাদের সামর্থ আছে…

হযরত আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন-হে যুবক সম্প্রদায়! তোমাদের মাঝে যাদের সামর্থ আছে তারা বিয়ে করে ফেল। আর যাদের সামর্থ নাই তারা রোযা রাখ। এটাই তোমাদের জন্য হবে উত্তেজনা নিরোধক।

বুখারী শরীফ, হাদিস নং-৪…

৭৭৯,
সহীহ মুসলিম, হাদিস নং-৩৪৬৪,
মুসনাদে আহমাদ, হাদিস নং-৪০২৩,
মুসনাদুল বাজ্জার, হাদিস নং-১৪৭৬,
মুসনাদুল হুমায়দী, হাদিস নং-১১৫,
মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস নং-১৬১৫৫,
মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং-১০৩৮০,
মুসনাদে আসাকীর, হাদিস নং-১০৩৮০,
সুনানে নাসায়ী, হাদিস নং-৫৩১৯,
সুনানে দারেমী, হাদিস নং-২১৬৬,
হাদিস নং-১০৮১

# আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।

Related posts

One Thought to “রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন-হে যুবক সম্প্রদায়! তোমাদের মাঝে যাদের সামর্থ আছে…

  1. ফাহাদ রহমান

    অসাধারণ প্রচেষ্টা, ভালো লাগলো…

Leave a Comment