হযরত আবু হুরায়রা [রাযি] -পরীক্ষা মূলক পোস্ট

হযরত আবু হুরায়রা [রাযি] বলেন, রমযান মাস লাভকারী ব্যক্তি-যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোযা, তারাবী ও অন্যান্য আমল) পালন করে-তার প্রথম পুরস্কার এই যে, সে রমযান শেষে গুনাহ থেকে ঐ দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল।

[মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস-৮৯৬৬]

Photo: হযরত আবু হুরায়রা [রাযি] বলেন, রমযান মাস লাভকারী ব্যক্তি-যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোযা, তারাবী ও অন্যান্য আমল) পালন করে-তার প্রথম পুরস্কার এই যে, সে রমযান শেষে গুনাহ থেকে ঐ দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। 

[মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদীস-৮৯৬৬]

Related posts

2 Thoughts to “হযরত আবু হুরায়রা [রাযি] -পরীক্ষা মূলক পোস্ট

  1. মুসান্নাফে আবি শাইবার সহিহ হাদিস গুলোকেউ কথিত আহলে হাদিসরা মানেনা।

Leave a Comment