হে পুণ্যের প্রত্যাশী, অগ্রসর হও। হে মন্দের প্রত্যাশী, থেমে যাও

হাদিসে বর্ণিত : “হে পুণ্যের প্রত্যাশী, অগ্রসর হও। হে মন্দের প্রত্যাশী, থেমে যাও’ এর অর্থ : হে কল্যাণ অনুসন্ধানকারী, তুমি আরো কল্যাণ অনুসন্ধান কর। এটা তোমার মুখ্য সময়, এ সময় অল্প আমলের কারণে তোমাকে অধিক প্রদান করা হবে। পক্ষান্তরে হে মন্দের প্রত্যাশী, তুমি থাম, তওবা কর এটা তওবা করার মোক্ষম সময়। ”
[সুনানে নাসায়ির পাদটিকায় উদ্ধৃত হাশিয়া সিনদি : ৪/১৩০]

 

http://awdalstate.com/wp-content/uploads/2012/07/ramadan.gif

Related posts