তথ্যপ্রযুক্তির প্রসারের এই যুগে বাংলাদেশ আউটসোর্সিং-এ পিছিয়ে নেই। গত কয়েক বছরে আমাদের দেশেও ফ্রিল্যান্সার আউটসোর্সারদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যথেষ্ট পরিমাণে। আউটসোর্সিং-এর মাধ্যমে অর্থ উপার্জন করার যে সকল ওয়েবসাইট রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ডোল্যান্সার ডট কম। বাংলাদেশেও এই সাইটের ব্যবহারকারীর সংখ্যা রয়েছে উল্লেখযোগ্য পরিমাণেই। আর তারা এখান থেকে আয়ও করছে নিয়মিতই। ডোল্যান্সারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিইও রোকন ইউ আহাম্মেদ ডোল্যান্সারে বাংলাদেশীদের প্রসঙ্গে বলেন, ‘ওয়েব ডিজাইনার, সফটওয়্যার ডেভেলপার, ডিজাইনারসহ নানান শ্রেণীর প্রশিক্ষিত এবং এমনকি যারা কেবল কম্পিউটার এবং ইন্টারনেট চালাতে পারে, তারাও ডোল্যান্সার থেকে নিয়মিত কাজ নিয়ে করছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আর তাদের কাজের পরিমাণও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদের মধ্যে অনেকেই নিজেরা কাজ করার পাশাপাশি ডোল্যান্সার থেকে কাজ সংগ্রহ করে অন্যদের দিয়েও করিয়ে নিচ্ছে। অর্থাত্ তারা নিজেরা উদ্যোক্তা হয়ে উঠছে।’ আউটসোর্সিং-এ আগ্রহী নতুনদের জন্য ডোল্যান্সারে রয়েছে নানান ধরনের সুযোগ। এমনকি যারা প্রোগ্রামিং বা ডিজাইনের কাজও জানে না, তাদের জন্যও রয়েছে সুযোগ। ফ্রিল্যান্সার সেলস কনসালট্যান্ট-এর জন্যও তাদের রয়েছে বিশেষ মডিউল। সামনের ফেব্রুয়ারি থেকে তারা চালু করতে যাচ্ছে ‘পোস্ট টু আর্ন’ নামের বিশেষ একটি অফার।

যে যাই বলুক ডোলান্সারের মতামত কিন্তু ভিন্ন এবং অনড়!

ডোলান্সার বাংলাদেসশের কর্তিপক্ষ পক্ষের মতে ডোলান্সার আছে এবং থাকবে, তারা কিছু সমস্যার কারনে বর্তমানে পে-মেন্ট বন্ধ রেখেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, তাদের আন্তর্জাতিক গেটওয়ে পেমেন্ট সিস্টেম চালু করার চিন্তা ভাবনা। যতদূর জানা যায় তাদের ভাষ্য মতে ডোলান্সার আন্তর্জাতিক গেটওয়ে পেমেন্ট সিস্টেম চালু করবে মে মাসের শুরু দিকেই এবং সাথে সাথে এও জানান হয় যে নির্দিস্ট কাজ সমপুর্ন হবার পর যারা ব্যাংক এর মাধ্যমে টাকা উত্তোলন করতে চান তাদের জন্যও ব্যবস্থা থাকবে।

 

facebook.com এ ডোলেন্সার নামে একটি ফ্যান পেজে জানান হয় ; ইন্সেন্টিভের সময় বারান হয়েছে ১৫ই মে ২০১২ পর্যন্ত এবং নির্দিস্ট প্রোগ্রামটি ২৫ই মে ২০১২ এ বসুন্ধরা কোনভেন্সন সেন্টার-এ। এবং এও বলা হয় ডলারের মুল্যও আজ থেকে আবার ৮৫ টাকা।

 

aim way bangladesh, aimway bangladesh ltd, Aimway-Photo-NewsAirplan-PNAL-airbuS, bangladesh_torus and travels, bus service, cricket bat-and-ball, cricket bat-and-ball-2, cricket bat-and-ball-bangladesh, cricket shakibul hasan baqngladeswh, Dolancer ptc bangladeshm, dolancer ptc dollarm, dolencer bangladesh ptc, Yellow-Pages-bangladesh,YellowPages BNALADESHI ONLINE, yellow_pagesbangladesh, yellow page bangladesh,unipay2ubdltd, unipay2u bangladesh ltD-2, unipay2u bangladesh ltd, tours and travels bangladeshm, Speak-Asia-Online_Bangladesh, speak-asia-onlijne-bd, speakasia online bangladesh, railway-train bangladesh, Globalgreen Promoters Bag, Football-Wallpapers-HD, football banlgadesh ltdfootball bangladesh news, football - Messi-UEFA-Best-Playerm , football - Messi-UEFA-Best-Player, elisnks global bangladesh ltd,

 

Related posts

Leave a Comment