আপনারা যান না, প্রেস ক্লাবের সামনে গিয়ে শুয়ে থাকেন তপ্ত রোদের মধ্যে, পারবেন??? আম্বালিগ হলে তাই করতো।

 আমি বিশ্বাস করি আজ যদি আম্বালিগ বিরোধী দলে থাকতো আর বিম্পি-ঝামা সরকারে থাকতো তাহলে এতো ক্ষণে সরকার পরে যেত। বিম্পির মেরুদণ্ড হীন নেতা গুলার জন্যই আজ আম্বালিগ দেশে এতো অত্যাচার করার সুযোগ পাচ্ছে। বিরোধী দলের রুল ঠিকভাবে প্লেই করতে পারছে না সাহসের অভাবে। পারে শুধু পল্টনে চেয়ার নিয়ে পুলিশ প্রহরায় বসে থাকতে, আর দুইএকটা মার খেয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে দৌড় দিতে। অনেক ক্ষেত্রে পুলিশ মারার আগেই দৌড় মারে, টুকুর দৌড়তো মনে হয় সবাই দেখেছেন।

আপনারা যান না, প্রেস ক্লাবের সামনে গিয়ে শুয়ে থাকেন তপ্ত রোদের মধ্যে, পারবেন??? আম্বালিগ হলে তাই করতো।

গনত্রন্ত্রের একটি প্রধান প্রয়োজনীয় জিনিস হলো “শক্তিশালী বিরোধীদল”।। আমাদের দেশে শক্তিশালী বিরোধীদল না থাকায় আজ এক নায়কতন্ত্র কায়েম হয়েছে।

এখানে এখন অনেক বিজ্ঞ মানুষ কমেন্ট নিয়ে ছুটে আসবে, এডমিন যান না, আপনিই যান। দেখি আপনার সাহস কেমন।। আমি বলছি, এ কথা বলার আগে অন্তত সংবিধানে উল্লেখিত বিরোধী দলের দায়িত্ব গুলো পরে দেখবেন। আর আজ ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করার সাহস পাচ্ছে শুধু মাত দুর্বল বিরোধীদলের কারনেই।

আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, আগামিতে আবারো আম্বা লীগ ক্ষমতায় আসবে। সেটা ইলেকশান ইঞ্জিনিরিং করেই হোক কিংবা বহি- শক্তির সহায়তায়ই হোক। কাগজে- কলমের হিসাব আর সাম্প্রতিক বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করলে এটা স্পস্থ বুঝা যায়। সেই সাথে আগামিবার যদি আম্বা লীগ খময় আসে তবে দেশে রাজনৈতিক দল থাকবে ২ টি। একটি আম্বা লীগ- আরেক্তু তাদের পোশ্য বিরোধীদল। বাকি সব দল বিলুপ্ত হবে।

ডিজিটাল এনালগ সঞ্চালক

ডিজিটাল এনালগ সঞ্চালক / লাগবো না তোর ডিজিটাল বাংলাদেশ,ফেরত দে আমার এনালগ বাংলাদেশ (Facebook fan page / profile হইতে সংগ্রহীত)

Related posts

Leave a Comment